অতীতের আড্ডা

অতীত খুঁজে বেড়ায়  অলিগলি পথ
কোথায় হারালো সেই আড্ডার মিলন
বিবর্তনের স্রোতে গা ভাসিয়ে চলেছে
 ব্যস্ত সময়ের  আধুনিক জীবন যাপন।

উঠেনা ঝড় তর্ক বিতর্কের,হাসি, ঠাট্টা
গল্প কথায় জমেনা, আড্ডার আসর
 সময় লিখে যায়  সময়ের ইতিহাস
প্রযুক্তির কল্যাণে আড্ডায় নেয় মোড়।

চেটিং ,ভিডিও কলে ব্যস্ত,  নেট দুনিয়ায় 
আড্ডার ঝড় উঠে ,সোশ্যাল মিডিয়ায়তে
বন্ধ ঘরে সময় কটায়, চুমুক দিয়ে কাপে
স্মৃতিরা হেঁটে  যায়, চেনা পথ ধরে অতীতে।

ব্যস্ত জীবন ব্যস্ত সবাই  নিজের কাজে মগ্ন
ইচ্ছে মত কাটছে সময় ভাবনারা সব বিচ্ছিন্ন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ