দেওয়াল ঘড়ি
হারানো দিনের সে দেওয়াল ঘড়ি হেলে দুলে জাগ্রত প্রহরী মাতিয়ে রাখতে ঘর শব্দ তরঙ্গে অতীতের পেন্ডুলাম ঘড়ি উপহারে পাওয়া একটি পেন্ডুলাম ঘড়ি টাঙ্গানো ছিলে কতকাল ধরে বেশ তো চলছিলে তুমি দম নিয়ে তবুও নতুনত্বে মন নিলো কেড়ে চেহারা গঠন যতই হোক আধুনিক কমেনি সময়ের চলার গতি আজ সময় বয়ে যায় নীরবে নিভৃতে ব্যস্ততায় শুধু আমরা মাতি মিনিট সেকেন্ড ঘন্টা মাপছে সময় নেই কোন ভুল ঘড়িতে বিবর্তনের পথ বেয়ে হাঁটছে সময় পদচিহ্ন এঁকে যায় প্রতি মুহূর্তে।