পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দেওয়াল ঘড়ি

  হারানো দিনের সে দেওয়াল ঘড়ি হেলে দুলে জাগ্রত প্রহরী  মাতিয়ে রাখতে ঘর শব্দ তরঙ্গে অতীতের পেন্ডুলাম ঘড়ি উপহারে পাওয়া একটি পেন্ডুলাম ঘড়ি টাঙ্গানো ছিলে কতকাল ধরে  বেশ তো চলছিলে  তুমি দম নিয়ে তবুও নতুনত্বে মন নিলো কেড়ে   চেহারা গঠন যত‌ই হোক আধুনিক কমেনি সময়ের চলার গতি  আজ সময় বয়ে যায় নীরবে নিভৃতে ব্যস্ততায় শুধু আমরা মাতি মিনিট সেকেন্ড ঘন্টা  মাপছে  সময় নেই কোন ভুল ঘড়িতে বিবর্তনের পথ বেয়ে হাঁটছে  সময় পদচিহ্ন এঁকে যায় প্রতি মুহূর্তে।

চোখ কান খোলা রেখে

সত্যে মিথ্যে র গল্প রচে কতনা দামে বাজারে  বেচে কানে শোনা চোখে দেখা হয় কি সব সত্যি সত্যহীন বাজারে মিথ্যে কেনে ব্যাগ ভর্তি কে সত্য কে মিথ্যে আসলটা কে বা জানে  মিথ্যের মুখরোচক গল্প সকলে নেয় মেনে বিবেক মনুষ্যত্ব মিথ্যের কোলে আশ্রয় নেয় সত্যকে আড়াল করে মিথ্যে আগে পোঁছায় যেখানে দেখো সেখানে মিথ্যের জয় জয়কার সত্যকে চলতে হয় একা তবেই মিলে তার পুরস্কার তাইতো বলে চোখ কান খোলা রেখে সত্যের পথ চেনো মিথ্যের  সাজানো পথে  মুখ থুবড়ে পড়ো না যেনো।

কিছু স্বপ্ন বেঁচে থাক

একদিন এমন ছিলো স্বপ্ন মানে ছিলো না জানা  যখন তখন বেহিসাবি স্বপ্নরা করতো  আনাগোনা  মনশহরে উড়ে উড়ে বেড়ায় হাজারো স্বপ্নের মেলা  বেনামী স্বপ্নরা আসে যায় মন ভুলানো করে খেলা   উপেক্ষা অবহেলায় চেনা স্বপ্নরা হারায় মনের উঠোনে মধ্যবৃত্তের যাপন শব্দের কোলাহল স্বপ্ন বাঁচে নির্জনে ।