ভাইয়ের যত্ন

মায়ের অনুপস্থিত দায়িত্ব এসে পড়লো
 বড় দাদার ঘাড়ে
মায়ের আদেশ পালন দেখে শোনে 
রাখতে হবে ভাইকে নজরে
হবেনা টিভি দেখা চিন্তায় পড়লো দাদা কি 
করা যায়  ভাইকে নিয়ে
চালাক দাদা আঁটলো ফন্দি টুলের নীচে 
ভাইকে আটকিয়ে 
 ছুটবে না ভাই এদিক ওদিক টিভি দেখবে
 দাদা টুলের উপর বসে
শিশু মনের বুদ্ধি দিয়ে ভাইকে রাখলো 
যত্ন করে ভালোবেসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ