অতিথি
........................ আজ আর নাড়ে না দরজার কড়া,,, কেও এসে বলে না ,,কি গো তোমরা বাড়ীতে আছো নাকি ? সবাই কেমন আছো ?? সব যেনো মোবাইল কেড়ে নিয়েছে।.থমকে গেছে আসা যাওয়া সব কিছু। অতীত আজ বদলে গেছে। প্রতিনিয়ত আমরা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসছি। চলছে সময়ের পালা বদল ।কারো আসা হলে সে যে আজকাল খবর নিয়েই আসতে চাই। কার কেমন ব্যস্ততা আছে। সেটা দেখে শুনেই তবে যাওয়া। পরিবার গুলো ছোট হচ্ছে। সেই আগের মত বড় পরিবার আজ আর নেই। সন্তান দের চিন্তায় থাকে মা বাবা সারাক্ষন। পড়াশুনা নানান activity নিয়ে ব্যস্ত থাকে। কোথায় আর সময় থাকে কারো বাড়ীতে যাওয়ার । অনেক কঠিন এই সময়। সবার কথা চিন্তা করে তবেই চলতে হয়। তাই আজ অতিথির পরিভাষাটাও বদলে গেছে। বিনা কারনে কারো বাড়ীতে আজকাল কেও যায়না। আমরা নিজেরাও তেমন হয়ে গেছি। অযথা সময় নষ্ট করতে চাই না। সব থেকে যেটা সেটা হলো ভালোবাসা । ভালোবাসা, আন্তরিকতা ,আত্মীয়তা আজ সব মুছে গেছে সবার মন থেকে। কেও আসেলে ভাবি কতক্ষনে যাবে। মনের মানসিকতা সময়ের সাথে রূপ নিচ্ছে। কিন্ত আগে ছিলো একদম অন্য রকম ।হটাৎ করে কোন অতিথি রাত বিকেলে এসে গেলেও কেও খারাপ পেতো