ভালোবাসার ঘরে
কি ভুলের মাশুল দিলে,, ,আহামরি কিছুই তো চাইনি,,,।
আমার চাওয়াটা ছিলো কি খুব বড় ,একটু ভালোবাসায় তো চেয়েছে,,তাতে যে এতো টা দাম দিতে হবে সেটা কখন বুঝতে পারেনি।
আজ দেখি ভালোবাসায় ভালোবেসে লাল টকটকে গোলাপ দেওয়া হয় ,,
এটা কি ভালোবাসার পরিচয় প্রমাণ পত্র ,আমি যে তোমাকে কতটা ভালোবাসি,,, কিন্ত্ত আমার কাছে ভালোবাসার মানে ছিলো ,ছোট ছোট আনন্দ খুশী,, সেগুলোতে ভালোবাসা খুঁজে নিয়েছিলাম,,,,,না কখনো ভালোবাসার জন্য কখন কোনো প্রমাণ পত্র বা ফুল চাইনি।
আজ দেখি ভালোবাসায় অনেক কিছু আবদার করে ,,,,কি কি না চায়,,
তবে কি যুগের সাথে ভালোবাসার রূপ রঙ চাওয়ার পরিধি সব বদলে গেছে নাকি,,,নাকি মন গুলো দূষিত শহরের আবহাওয়ায় থেকে পবিত্র ভালবাসাক কে উপলদ্ধি করার ধারন ক্ষমতা চলে গেছে।
রাগ অভিমানে ভালোবাসার মান বাড়ে এতোদিন সেটা জেনে এসেছি,,,
ভালোবাসাকে তেমন করে কোনদিন বেঁধে রাখতে ও শিখিনি,,,,যেটা নিজের সেটাকে কেনো আগলিয়ে রাখতে হবে,,,,, শব্দের কটাক্ষে আজ ভালোবাসা অপমানিত হয় বারে বারে।
আমার সবটুকু দিয়ে ভালোবেসে ছিলাম ,, বিশ্বাসের উপর ভর করে চলতে চেয়েছিলাম,,,, সময় বদলানোর সাথে সাথে ভালোবাসার প্রদীপে একটু একটু করে কখন যে তেল ফুরিয়ে যাচ্ছে সেটা আর লক্ষ্য করা হয়নি।
ক্ষুধার্ত ভালোবাসার চেয়ে আত্মসন্মান টুকু নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, নাই বা পেলো তার কাঙ্খিত ভালোবাসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন