ঝর্ণা কলম
অতীতের ঝর্না কলম ছেলেবেলার ঝুলিতে
কালিতে ভরা দুটি আঙ্গুল পারিনি মুছে দিতে।
ঝর্ণা কলম  আর দোয়াত ভরা সুলেখা কালি
 তুমি আছো ছেলেবেলায়  কি করে তোমায় ভুলি।
পরীক্ষার আগে নতুন ঝর্ণা কলম ছেলেবেলায়
 অক্ষরে অক্ষরে কালিতে ভরতো  সাদা পাতায়।
ভালো নম্বরে উপহারে জুটতো আরেক ঝর্ণা কলম
খুশি তে ঝলমল  পাওয়ার আনন্দটা ছিলোনা কম।
আভিজাত্য ও ঐতিহ্যের গৌরব বুক পকেটের শোভা
 ঝর্ণা  কলমে প্রকাশ পেতো কবি সাহিত্যিকদের প্রতিভা।
কালি কলমের সম্পর্কে  ভাব চিন্তাধারার মিলন ঘটায়
যুগের সাথে পুরাতন হলেও আছে মনের মনিকোঠায়।
পুরাতন স্মৃতি হোক না পুরাতন তবুও যায় না ভোলা
সময়ে অসময়ে বেঁচে থাকার সুখ হৃদয়ে থাকনা তোলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন