পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শৈশব স্মৃতি

শৈশবের স্মৃতিতে কতনা স্মৃতিচারণ সময়ের স্রোতে স্মৃতিপটে, হয় আগমন। রূপোর মত  চকচকে সাদা, ছোট সুটকেস ছোট ছোট হাতে হেলেদুলে চলতো সে বেশ। ব‌ই খাতা পেন্সিল ভরে, ছুটতো স্কুল ভ্রমনে আজ শুধু স্মৃতির তালিকায় ,হৃদয়ের এককোনে। আমাদের শৈশব ছিলো বড়‌ই ভালো ,রেখেছি বেঁধে নতুন প্রজন্মে শৈশব হারায় ,ব‌ই ভর্তি ব্যাগ কাঁধে।

ভালোবেসে

ভালোবেসে ধরেছি হাত ,ছেড়ে দেবো বলে নয় কত কথা জমেছে হৃদয়ে , ভালোবাসা চেয়ে রয়। অপেক্ষায় আজ শব্দরা হারিয়েছে , ভালোবাসি  তোমায় পারিনি বলতে। হৃদয়ে যখন  উঠে ঝড়  রাতের  নির্জনে মন চায়  একাকি পথ হারাতে।  ভুলেছো কি  তুমি  আমায় , প্রতিজ্ঞাবদ্ধ  সে  রাত পারো যদি করো ক্ষমা, সকল বাঁধন খুলে মুক্ত হোক  আমাদের চলার  পথ। থেকো না  আর মুখটি ভার করে  ,সাজে না তোমার  ওই মুখে, সব ভুলে চলো  আবার নতুন করে পথ চলি  , র‌ইবো ভালোবেসে সুখে দুঃখে।‍

বিজ্ঞানের সৃষ্টি

হারিয়ে গেলাম তোমার মাঝে,  কাটলো অবসাদ পেলাম নতুন করে ,জীবনের‌ অজানা  এক  স্বাদ। আধুনিকতার ছোঁয়ায়, মোবাইলটা এলো  হাতে , ছোট এক যন্ত্রে কথা বলা আপনজনের সাথে ।  বিজ্ঞানের সৃষ্টি, অবাক হোলাম তোমায়  দেখে ব্যস্ত সময় হারালো ,মোবাইলের নীল আলো দুচোখে। সময়ের নতুন পরিবর্তনে ,তোমায় করেছে একঘরা দামী  স্মার্টফোন , সকলের হাতে  করে  ঘোরাফেরা।