অভিনয়
অভিনয় জীবনের চলার পথে বেঁচে থাকার আশ্রয় নিপুণ কলাকার হয়ে করে যাচ্ছি অভিনয় মুখে হাসি বুকে কষ্ট এই যে জীবন যাপন আবেগ অনুভূতি ভালোবাসা মান অভিমানের সংমিশ্রণ কিছু কান্না কিছু দুঃখ বিষন্নতার মাঝে সুখের অভিনয় জগৎটা গোলকধাঁধা সর্বক্ষণ হারানোর ভয় সুখের এই পৃথিবীতে অজানা এক পিছুটান চাই না হারাতে আমিকে তাই করেছি গোপন ভালো আছি ভালো থেকো এই যে শুনতে চায় অন্তহীন এই পথচলা সময়ের পারিপার্শ্বিকতায় ভুল ভ্রান্তিতে ভরা জীবন অভিনয়ে কাছে আসা প্রেমের খাতিরে হৃদয়ে একটু ভালোবাসার বাসা সব কিছু ভুলে কতই না ভালো থাকি মিথ্যের আড়ালে একটু লুকিয়ে প্রশ্ন করো নিজেকে সত্যি কি ভালো থাকবো? অভিনয় শেষ হলে।