পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সময়ের খেলা

সময়ের খেলা সময় আজ সময়ের কাছে বাঁধা   থমকে গেছে সময় দুরন্ত গতিতে ছুটে যাওয়া সময়  বসে বসে ঝিমোয়। ঘড়ির কাটাতে পড়ে না চোখ বাজে না  এর্লাম বেল ব্যাস্ত জীবন হারিয়ে গেছে সময় খেলছে নিয়তির খেল। সময়কে পিছনে ফেলে ছুটেছিলো মানুষ সময়ের আগে সময়ের বজ্রপাতে যান্ত্রিক মানুষ অসহায়  অবাক চোখে। হাজার মূখ হাজার ইতিহাস সময়ের চিত্রপটে আসে যায় ঝড়ের পরে আঁধার নামে তবুও থাকে আলোর প্রতিক্ষায়। ©️উমা মজুমদার

এমন বৈশাখ দেখেনি কেও আগে

পুরাতনকে বিদায় বলে এলে তুমি নিঃশব্দে  সকলের ঘরে, আনন্দ উল্লাস ছাড়া ,বরণ করে নিলাম তোমায় , শঙ্খ বাজিয়ে। প্রাণহীন নববর্ষ  জীবন বাঁচাতে, আজ  গৃহবন্দী  বিস্তীর্ণ এই বিশ্ব ভূমি মহা বিপদে আছে দাঁড়িয়ে এমন বৈশাখ দেখেনি যে কেও, কোনদিন আগে আকাশে বাতাসে নেই  কোথাও কোন আনন্দের সুর বিষাদ ছুঁয়েছে পৃথিবীকে ,জীবন আজ দিশাহারা পৃথিবীর উপর থেকে নিকস কালো আঁধার হোক দূর। নতুন প্রভাতে  নতুন প্রত্যাশার,  দেখাও তুমি আশার কিরণ এসো হে বৈশাখ  তোমার স্পর্শে জেগে উঠুক নতুন প্রাণ শান্তির বার্তা নিয়ে এসো এই ধরায় ,বাঁচুক নতুন করে  সময় সাথে বদলে যায় অনেক কিছ তবুও আশার বুকগ বেঁধে গাই জয়ের গান।

করোনা

পরিস্থিতি কোথায় আমাদের নিয়ে এসেছে ,,,,একেই শহরে আছি কিন্ত নিজের মানুষের সাথে দেখা করতে পারছি না,,,,,,,দূরে থাকুক  তবু ভালো থাকুক,,,,,রোজ ফোনে  ফোনে  কথা চলছে ,,,,,,বার বার করে হাত ধুচ্ছি কোন কিছু করার আগে,,,,,,,,দূরে থাকার চেষ্টা করছি করোনার থেকে ,,,,,নিজের মানুষদের জন্য সারাক্ষন একটা চিন্তা  সবাই যেনো ভালো থাকে.... প্রয়োজন ছাড়া বাড়ী থেকে কেও আমরা বেরোচ্ছি না ,,,,আগের তুলনায় আমরা সবাই আছকাল অল্পতে সন্তোষ্ট থাকছি....... প্রত্যেক দিনই করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন খবরাখবর দেখছি,,,,, চারিদিকে কি ভাবে মানুষ মারা যাচ্ছে ,,,,,, সত্যি খুব কষ্ট হয় দেখলে,,,,,,,,,,,,,ছোটবেলায় মায়ের মূখে শুনেছিলাম এমন আতঙ্কের কথা  ,,,,যখন যুদ্ধ হতো সবাইকে ঘরের ভিতর থাকতে হতো ,,, ,,আজ তেমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে....... কোথাও শান্তি নেই।  সারাবিশ্বে আজ করোনার আতঙ্ক...….. করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন.... স্তব্ধ জনজীবন.... গৃহবন্দি মানুষ আতঙ্কে দিশেহারা! প্রতিটা মুহূর্তে মনের কোনে উঁকি মারছে একটাই ভয়...করোনা.... জানিনা কবে সুস্থ জীবন ফিরে পাবো... আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা খুব মনে পড়ছে আজি ন

আশার আলো

বিষ মুক্ত হবে আকাশ বাতাস  কাটবে কালো আঁধার রাত, আশার  আলো জ্বালিয়ে হবে নতুন এক প্রভাত। থাকবে না মনে কোন ভয় শঙ্কা বন্ধ দরজা খুলে যাবে সেই ক্ষনে পৃথিবীর বুকে নতুন বার্তা নিয়ে পুরোনো কথা ভুলে বাঁচবে নতুন দিনে।