ইচ্ছেই বল
নিউজ চ্যানেল গুলোতে আজকাল যে সব খবর দেখায় সে সব দেখে মনটা
দুশ্চিন্তায় থাকে।
জয়তী আর অমিতের দুই সন্তান নিয়ে সুখের সংসার ,। অফিস যাওয়ার পথে
ছেলে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে যায়।
নিজের সব কাজ সামলে বাচ্চাদের পড়াশোনারর দিকেও ভীষন নজর ,জয়ীতার।
নিজে গ্রেজুয়েশন করেছে তাই এখনও পর্যন্ত টিউশন রাখতে হয়নি ,নিজেই
চালিয়ে নিচ্ছে।
তোমাকে স্কুটি চালানোটা শিখে নিতে হবে জয়ীতা,,, বাচ্চাদের স্কুলে আনা নেওয়াটা
তোমাকে এখন থেকে করতে হবে, ,,
প্রতিদিন বসের কথা শোনতে কার ভালো লাগে বল ?
তুমি কি করে যাবে ,,সেটা আমি ম্যানেজ করে নেবো ।..
রিক্সা করে আসা বাচ্চাদের এমনিতে নিরাপত্তা নই,,,
সেটা ভালো নয় কি, তোমার শিখে নেওয়াটা।
ঠিক আছে , ভয় পেলে চলবে না, বাচ্চাদের জন্য
আমাকে পারতেই হবে। পারবে জয়ীতা পারবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন