অভিমানী কথারা

মনের কথা মনেই রয়
দোষ যে কার‌ও তা নয়

নিজের দোষে নিজে মরি
বসে সময়ের অপেক্ষা করি

বললে পরে তুমি হলে মন্দ
তার চেয়ে থাক মুখটা বন্ধ

মনের সাথে মনের দ্বন্দ্ব চলে
চুপকথারা হৃদয়ে অশ্রু ফেলে

কত কথা আজও হয়নি  বলা
জীবনের বাটে কাটাকাটি খেলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ