পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নববধূ

নব বধূ সাজে  নতুন স্বপ্ন সাজিয়ে বৌ এলো আপন ঘরে পা রাঙিয়ে  ভুল ভ্রান্তিতে ভরা  জীবন আজ থেকে তবুও চলতে হবে জানতে হবে সবাইকে স্নেহের বাঁধন ছেড়ে এলে বাবার বাড়ী ভালোবেসে রাখবে তুমি শশুরবাড়ী পরকে আপন করে ভালোবাসা দিও দুঃখ কষ্ট আসুক যত মানিয়ে নিও।

মাতৃভাষা

কি করে ভুলি তোমায় মা আমার ভাষা মায়ের ভাষা হিন্দী ইংলিশের সংমিশ্রনে আজ  ভুলতে বসেছি রক্তে লেখা মাতৃভাষা নিজেদের বলিদান দিয়ে ইতিহাসে  যারা  লিখেছিলো মাতৃভাষার নাম সেই চিরস্মরণীয় দিনটাকে স্মরণ  করে জানাই শহীদদের শত প্রণাম মাতৃভাষা আমার স্বাধীনতা আমার মান  মাতৃভাষা  আমার জন্মগত অধিকার শুধু একদিনের জন্য নয় এই দিবস পালন কোন ভাষাকে করিনা অপমান বাংলা ভাষা  আমার অহংকার দুঃখ হয় তাদের  দেখে  যখন কিনা বলে বাংলাটা আমার আসে না ভালো করে মা র থেকে  যেমন বড় হয় না কখন‌ও কেও  মায়ের মত থাকুক আমার মাতৃভাষা হৃদয় জুড়ে

স্মৃতির অন্তরালে

                                                 দমদম                                                   ১১/২/২১ প্রিয়  জলি                                                                         তুই আমার ভালোবাসা নিস। আশাকরি খুব ভালো আছিস। কত বছর পর আবার তোর সাথে কথা বলছি । তোকে সেদিন ফেসবুকে  দেখার পর থেকে আর থাকতে পারছিলাম না ,, মনে হচ্ছিলো যেনো তোর কাছে পাখীর মত উড়ে চলে যাই।               কত বছর তোর সাথে কোন দেখা সাক্ষাৎ নেই বল তো,,,, যখন স্মার্ট ফোনটা ছেলে জন্মদিনে উপহার দিলো  ,,,আর শুনেছি কার‌ও নাম টাইপ করে সার্চ করলে তাকে পাওয়া যায় ,,সে লোভটা আর সামলাতে পারলাম না ,,,তখন সাথে সাথে তোর নামটাই যে সর্ব প্রথমে টাইপ করলাম,,,,সেই কবে থেকে  পাগলের মত তোকে খুঁজে চলেছি ,,, গৌহাটি গেলেই তোর কথা খুব মনে হতো জানিস,,,,,,এক সাথে স্কুল কলেজের দিনগুলো কাটিয়েছি ,, তোর সাথে কাটানো ফেলে আসা দিনগুলো কি করে ভুলি বল,,?,,আজও যখন মনে করি মনে হয় ফিরে যাই সে দিন গুলোতে,,,,একসাথে  স্কুলে যাওয়া তারপর মাধ্যমিক পাশ করার একেই কলেজে এডমিশন নেওয়া  ,,সত্যি তুই আর আমি কত ভালো বন্ধু ছিলাম,,,, । কত বন্ধু ছিলো

লকডাউন

দিন রাত কাটছেএই ভেবে  আগামী দিনটার কি হবে। বাইরে  ঘুরছে অজানা শত্রু লকডাউন বুঝিয়ে দিলো ঘরটাই  পরম মিত্র। মানুষকে করলেন গৃহবন্দী কোয়ারেনটাইন্ড মারন ভাইরাসে  জীবন আজ অবরুদ্ধ। সোশ্যাল ডিস্টানসিং, Quarantine, লক ডাউন  অজানা শব্দের ধ্বনিতে তছনছ মানব জীবন।  ভুলে গেছি  চেনা পথ চেনা শহর  লড়াই চলছে ,মানুষের সাথে জীবানুর। সকলে আমরা সকলের তরে লকডাউন মানতে বন্দী ঘরে।

মুখোশ

কত‌ই রঙ্গ দেখি এই দুনিয়ায় ভাই রে ভাই কে ভালো কে মন্দ   বোঝা বড় দায়। মুখোশের আড়ালে চেহেরা, কখন‌ও ভালো  কখন‌ও খারাপ   মূখে মিষ্টি পিছনে ছোরা, করে মধুর   আলাপ। বিশ্বাসটা আর নেই  ,ভালো মানুষের  বড়‌ই  অভাব দেখবো আরো কত কিছু ,বদলাবে না  এই স্বভাব।

শীতের মজা

শীতের হাওয়ায় লাগলো নাচন,  আমলকীর ওই ডালে ডালে জানালা দিয়ে মিষ্টি রৌদ , আহা কি  মজা শীতের সকালে। ঘুরে মজা খেয়ে মজা ,  শীতের মজা নাও লুটে পুটে খেজুর গুড়ের গন্ধ আসে , মায়ের হাতের পুলি পিঠে ছুটছে  সবাই দলে দলে   চিড়িয়াখানা আর বনভোজনে কেও বা করে শীতের ফ্যাশন  কারো বা কাটে শীত রাস্তার এক কোনে।
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায় প্রভুকে স্মরন করে, হাজার পথ যাবো পেরিয়ে বাঁধা বিঘ্ন দূর করে ,আঁধারকে যাবো কাটিয়ে সময় হোক যত‌ই খারাপ ,শক্ত হাতে ধরব হাল সামলে নেবো জীবন তরী, হবে এক নতুন সকাল।

হারাতে চাইনা

জীবনের চলার পথে  বেঁচে থাকার আশ্রয় নিপুণ কলাকার হয়ে  করে যাচ্ছি অভিনয় মুখে হাসি বুকে কষ্ট  প্রতিনিয়ত হারাই নিজেকে মন অসহায় খুঁজে ফেরি সেই চেনা আমার আমিকে।