সময়ের কথা

যেতে যেতে সময় বলে যায় কতনা কথা
প্রযুক্তির কল্যাণে হারিয়েছে পুরোনো প্রথা।

 মুঠোফোনে ভুলেছে মানুষ, চিঠিপত্র লেখা
হারানো চিঠি স্মৃতিতে, বারবার ফিরে দেখা।

হাজার  মানুষের পথচলা ,পথের ধারে সে একা
সময়ের খোলসে রপ বদলায়  ,তাকে ভুলে থাকা।

হলুদ খাম,পোস্টকার্ডে লেখা  ,আবেগের ঝুলি
প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার গুপ্ত কথার  বুলি।

ফোন কল মেসেজে প্রাণের স্পর্শ ঠিকানাহীন
 অস্তিত্বের পরিচয় হারিয়ে ডাকবাক্স জনহীন।

আধুনিকতার ছোঁয়ায়, মোবাইলটা পেলো  হাতে ,
ছোট এক যন্ত্রে কথা বলা আপনজনের সাথে ।

  নতুন আলোয় সময় হারায় ,নীল আলো দুচোখে
দ্রুত এগিয়ে যায় , ব্যস্ত জীবন মোবাইল নেটওয়ার্কে।

সময়ের ছব্দবেশে ,পুরোনো রীতিনীতি মুখোশে ঢাকা পড়ে,
পৃথিবীকে পায় হাতের মুঠোয়, আধুনিক বিজ্ঞানকে সঙ্গী করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ