পোস্টগুলি

2025 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুভূতি

মন খারাপের গল্পগুলো কখনো হারায়না  মনের অগোচরে কিছু মুহূর্তের সাক্ষী হয়ে  থেকে যায় টুকরো টুকরো স্মৃতির শূন্যতা   সময়ের কাঁটাতারে আবদ্ধ অলিখিত গল্পের  কাহিনী বাস্তবের মুখোমুখি জীবন এক শিক্ষার্থী।

ভালোবাসার রঙ

ফেলে আসা দিনের মত তুমিও  বুঝি  বদলে যেতে চাও অজুহাত দেখিয়ে দূরে থাকা বলোনা   বারবার নীরবতা টুকু থাক প্রতীক্ষার রাতগুলো নাহয় শুধুই আমার ভালোবাসার কাছে হৃদয় যে অসহায়   আর‌ও একটি রাত  নিদ্রাহীন চোখে  তোমারই অপেক্ষায় কেটে যাক মনের মানুষ নাই বা খুঁজে পেলাম  ভিড় করে আসা স্মৃতি গুলো নিঃস্ব পড়ে থাক।

ছবি দেখে কবিতা

সংসারের চেনা পরিচিত ছবি চিত্রকাররের চিত্রে দাম্পত্য কলহে শিশুর মন মানসিকতায় আঘাত আধুনিক সমাজের উচ্চশিক্ষিত জীবন যাপনে  বিবাহ বিচ্ছেদ শিশুর বর্তমান ভবিষ্যৎ অনিশ্চিত ।

ত্রাণকর্তা

অসহায়ের সহায়তা ত্রাণকর্তা দাঁড়িয়ে দুয়ারে  একি রে বাবা সাথে যে ক্যামেরাম্যান প্যায়ারে স্বার্থ উদ্ধারে ধর্ম কর্ম বাহবা লুটায় ভালো বলে  দান দক্ষিণায় মুখ বন্ধ অহরহ বেচা কেনা চলে মুক্ত হস্তে দান করো দাতা হয়ে তবেই প্রকৃত দান দান যদি নিজের কার্যসিদ্ধিতে কিসের দয়াবান মিথ্যের খোলশে ভরা সমাজকে ঢাকে ছবি দিয়ে মিথ্যের মুখরোচক গল্প সাজায় টাকার বিনিময়ে বিবেক মনুষ্যত্ব হারিয়ে একদল মিথ্যের ছল চাতুরি সত্যকে আড়াল করে মিথ্যে বলতে নেই যে  জুড়ি।

আইসক্রিম ওয়ালা

জানালা দিয়ে তাকিয়ে থাকা কখন আইসক্রিমওয়লা যাবে,,, ভরদুপুরে সাইকেলের পিছনে সেই আইসক্রিম ওয়ালা কাকু ও আইসক্রিমওয়ালা হাঁ এই ভাবেই তো ডেকে যেতাম ,,,,,  বাবার থেকে দৌড়ে গিয়ে দুটো টাকা নিয়ে আসতাম,, ,,, কত বকাখেয়েও খেতাম,,,, আমার আবার ওরেঞ্জটা খুব প্রিয় ছিল,,,,,  আইসক্রিমওয়ালা কাকুরা হারিয়ে গেছে শহরের নামিদামি আইসক্রিমের মাঝে কোথাও আর চোখে পড়েনা,,,।

জীবনের অনুভূতি

সকলের কাছে প্রিয় হয়ে উঠতে না পারার  গল্পটা অজানাই থাক  ইচ্ছে র থেকে অনিচ্ছের দামটা বেশি দিতে হয় জীবনে আজ সব গল্পের সমাপ্তিটা সকলের কাছে মনের মতো নাও হতে পারে  না পাওয়ার দুঃখগুলো  থাক ক্ষতি নেই কারন জীবন তো কোন রূপকথা নয় সে তো একদম বাস্তব।

আধুনিকার তকমা

... কালের স্রোতে ভুলে যায় নিজেদের সংস্কৃতি আধুনিক সভ্যতার জয়জয়কার এই পরিনীতি  ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে আধুনিকার তকমা ছেলে মেয়ে উভয়েই নেশায় আচ্ছন্ন বিনোদনের রমরমা।

মনের খেলাঘরে

নিজের মনের খেলাঘরে খেলা করতে ভীষণ ভালো লাগে ভালো লাগে নিজের সাথে নিজের কথা বলা  লড়াই করা  মন খারাপে তাদের সাথে নিরিবিলি সময় কাটানোর গল্প বলা ভালো লাগে নিজেকে নিজের মতো করে বোঝাতে মানাতে ভালো লাগে হৃদয়ের  যত পুরনো মান অভিমান গুলোকে ভালোবাসা দিয়ে পোষ মানানো । ✍️উমা মজুমদার 

ভুত পেত্নী

লিমেরিক.. ভুতপেত্নী  ভুতপেত্নী বসে আছে লম্বা দুটো ঠ্যাং ঝুলিয়ে    সাদাকালো বসনে পিঠের উপর চুল ছড়িয়ে       ছিপ নিয়ে দিন দুপুরে        পুকুর পাড়ে মাছ ধরে  রক্ষে নেই কারও আসলে পরে খাবে ঘাড় টা মটকিয়ে।

চিরকুট

বয়স বাড়ার সাথে সাথে উপলদ্ধির খতাটা অভিজ্ঞতায় ভরাট হয়,, প্রয়োজনে কেও নেই অপ্রয়োজনে সবাইকে কাছে পাওয়া যায়।

কিছু শব্দের চয়ন

কিছু প্রশ্নের আজও পাইনি উত্তর খুঁজে   কিছু কথা আজও মূল্যহীন হয়ে রয়ে গেলো  কিছু শব্দ এখনো অস্থায়ী অমিলের সারিতে  কিছু কবিতা এখনো অসম্পূর্ণতার পাতায় দাঁড়িয়ে  অপেক্ষা তার কথা কি বলবো সে প্রতিনিয়ত বাস করে অদ্ভুত অনুভূতিতে।

পুরোনো মন্দির

বইপত্র পড়ে জেনো আমার ব্যখ্যা  পুরাতন মন্দিরের  পেয়েছি আখ্যা  গাছপালার আগাছা ঢেকেছে আমায় পরিত্যক্ত হয়ে আছি পরে এই অবস্থায় ।

প্রকৃতির ক্রিয়াকলাপ

আমার কবিতা... শিরোনাম...প্রকৃতির ক্রিয়াকলাপ মানুষের সখের ঘরবাড়ি আজ পরিত্যক্ত অবস্থায়  প্রকতির অস্বাভাবিক আচরণে ছেড়ে যেতে বাধ্য হয় যেখানে প্রকৃতি সৃষ্টিকূলের  প্রাণের ধারক আবার সেখানেই হয়ে উঠে   ধংসের কারক  নগন্য মানুষ প্রকৃতির সামনে  বরাবর অসহায় প্রকৃতির দাপটে মানুষেরা তাদের  হারায় আশ্রয় সর্বগ্রাসী মানুষ প্রকৃতির অবদান যায় ভুলে সবুজ প্রকৃতির রূপ সৌন্দর্য্যকে  নিমেষে কেটে ফেলে শহরের আনাচে কানাচে গড়েছে  অট্টালিকার পাহাড় লক্ষ লক্ষ গাছ কেটে ভরে নিজের  ধনের ভান্ডার  শান্ত ধীর স্থির প্রকৃতির রুদ্রমূর্তির অহংকারী মানুষ শিক্ষার অপব্যবহারের  মাশুল দিয়ে চলে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা সবে প্রকৃতির   বিনাশের ফলে। ✍️উমা মজুমদার  4/4/25

জীবনের অভিজ্ঞতা

একটা দীর্ঘশ্বাস  একটা জীবনের আক্ষেপ  ভুলগুলো আর শোধরানো হয় না....    শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়……  ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝে এইভাবেই বোধহয় বেড়ে যায় আমাদেরর বয়স ….   প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারায় এক একটা দিন....     নিজেকে শান্তনা দিই  এবার হয়তো সব ঠিক হয়ে যাবে শুধরে নেবো পেছনের সব ভুল ভ্রান্তি ভুলে যাবো সব ভুল মানুষ ভুলে যাবো মিথ্যে হাসির ঘোর....  হয়তো ভুলে যাই  হয়তো ভুলি না….    এইভাবেই কি বেড়ে যায় আমাদের বয়স?? এই ভাবেই কি শেষ হয় একেকটি দিন মাস বছর।

পড়াশোনা উঠলো শিকেয়

পড়াশোনা শিকেয় তুলে ইচ্ছে করে পূরণ বড়দের চোখে ফাঁকি পড়াশোনার সাতকাহন   সারাদিন শুধু পড়া পড়া কি করছে পড়বেনা ধরা  পড়াশোনা ছাড়া সব ভালো এই তো পরিবর্তন।

রঙ

. মুখোশের আড়ালে জীবনের জলছবি রঙ মেখে মুখে গালে এটাই আমার হবি হাসি কান্নায় ভরে বেঁচে থাকার জীবনপাতা রঙ্গমঞ্চে অভিনয় কি আসে যায় লোকের কথা।

জীবনের অভিজ্ঞতা

সময়টা বয়ে চলছে নিজের স্রোতে কোথাও থমকে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব … ঘড়ির কাঁটা সে তো সময়ের কথা শুনেই তাকে   চলতে হয়,, সেও একদিন চলতে চলতে অকেজো হয়ে পড়ে ,,, তবুও তার  কর্ম সে করে চলে…. কি মিল আমাদের জীবনের সাথে অদ্ভুত এক বোঝাপড়া চলে,,। সময়ও আমাদের যার যার হিসেব গুলো ঠিক ঠাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে কি উচিত কি অনুচিত,,, মানা না মানা নিজের উপর নির্ভর করে ,,,   সময়ের সাথে চলতে চলতে প্রতিটা মুহূর্ত যেন  এক নতুন খোঁজের  সন্ধান মিলে ,,, প্রতিদিন যেনো আমিত্বের লড়াই চলে,,। আমার মনের ভিতর একাকী বাস করে সেই আমি ,,, জীবনের মধ্যভাগে এসে কঠিনতা ভরা জীবনের প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমিকে আবিষ্কার করি,,। ✍️উমা মজুমদার  3/3/25

আত্মতৃপ্তি

আত্মতৃপ্তি বড় তৃপ্তি ,,,সেখানে কোন চাওয়া পাওয়া যোগ হয়না … না হয় কোন আদানপ্রদানের প্রত্যাশা … শুধুই থাকে আত্মতুষ্টি যার পরিমাপ হয়না…। উমা মজুমদার.।

নারী নয় অবলা

সারাদিনের কাজকর্ম নিজের হাতে  শুধুই কি তুমি নারী বলে সকলকে আদর যত্ন ভালোবাসা দিয়ে শুধুই কি তুমি নারী বলে..... নাকি ছোট থেকে শেখানো হয় নারীর ধর্ম  কর্ম তুমি নারী বলে। হাঁ আমিই সেই নারী যাকে স্রষ্টা নিজের হাতে সুন্দর করে সৃষ্টি করেছেন নারী বলে  আমিই সেই মমতায় বহমান এক স্রোতস্বিনী নদী  ধৈর্য্য ত্যাগের অধিকারী নারী বলে  আমিই সেই নারী যে আজও ঘরে ঘরে লাঞ্ছিত অবহেলিত হতে হয় নারী বলে। যে সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলে যায় সেইতো নারী বলে পুরুষশাসিত এই সমাজে অনেক ক্ষেত্রেই নারীদের ছোট করে দেখা হয় তাকে  নারী বলে  যে নিত্য পূজিতা মহিষাসুরমর্দিনী জগদ্ধাত্রী করুণাময়ী আর নয় অবলা নারী বলে।

খুব প্রয়োজন

ভালো থাকাটা খুব প্রয়োজন  বেশি না হোক নিজের কথা ভাবাটা খুব প্রয়োজন  হাজার ভিড়ের মাঝে একটা চেনা মুখের প্রয়োজন  দূরত্বের মাঝেও মনের টানটা প্রয়োজন  কান্নার পরে হাসিটাও জীবনের  জন্য প্রয়োজন  ভালোবাসার মানুষগুলো ভালোবেসে থাকাটাও খুব প্রয়োজন ইচ্ছেগুলো পূরণ হতে স্বপ্ন দেখাও প্রয়োজন।

ওল্ড ইজ গোল্ড

সেইদিন সেই মুহূর্তের কথা আমরা কতটুকুই বা মনে রেখে বসে থাকি কিন্তু স্মার্টফোনের মারফতে আমরা আমাদের প্রিয় মুহূর্ত গুলো  বারবার ফিরে পাই,,,ভালোলাগে চলে যাওয়া সেদিনের মুহূর্ত গুলো ছবির মাধ্যমে  অনুভব করতে ফিরে দেখতে। আগে দিনগুলো ছিলো অন্যরকম যখনই মনখারাপ হতো কিছুদিন পর পর অ্যালবাম খুলে বসতাম,,,,,। ডিজিটাল এই যুগে আমরা সবাই হয়তো পুরানো ছবির সেই অ্যালবাম গুলোর কথা ভুলেই গিয়েছি,,,,, আমরা সবাই এখন স্মার্ট ফোনেই আমাদের সবার ছবি বা ভিডিও গুলো দেখে থাকি বেশি,,,,,, আর সত্যি বলতে আধুনিকতা আর প্রযুক্তির ছোঁয়া এমন ভাবে লেগে গেছে আমাদের জীবনে যে এর বাইরে যাওয়ার কোন উপায়ই নাই,,,,,, তাই পুরোনো ছবির অ্যালবাম গুলো হয় হারিয়ে ফেলেছি, অথবা অযত্ন আর অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন,,,,,তবে ফোনের গ্যালারিতে ছবি দেখার থেকে অ্যালবামে ছবি দেখার আলাদা একটা মজা আছে,,,,, আবেগ অনুভূতি এবং ভালোবাসার মাত্রা টা বোধ হয় বেশি কাজ করে,,,।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️               "ওল্ড ইজ গোল্ড" ✍️উমা মজুমদার  ২৮/২/২৫

ভালোবাসার বন্ধন

কন্টক পথ যেতে হবে বহুদূর  দূরে রাখে সকল আপদ থেকে   জীবনের পথে এগিয়ে যাওয়ার  পথ দেখিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে।  হাঁটি হাঁটি পা করে শেখায় পথ চলা সুশিক্ষায় চরিত্র গঠনের দর্পণ দেখায় আদর আবদারের ভালোবাসা র চাদর   মাথার উপর ছাতা হয়ে নির্ভরতার আশ্রয়। কঠিন পরিস্থিতিতে সবটুকু দিয়ে তিল তিল করে বড় করে যাঁরা  সহে যায় শত কষ্ট  সন্তানের তরে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেয় বাবা মায়েরা।

আপনঘর

শিরোনাম..আপনঘর একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক অনেক বছর । অনেক গ্রুপ ছেড়ে নিজেই চলে এসেছি কিন্তু এই আপন গ্রুপ ছাড়ার কথা ভাবতে পারিনা। এটা যেন আমার খুব কাছের হয়ে উঠেছে,,ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন সবকিছুই মিলেমিশে থাকে  এখানে আসার কথা বলতে গেলে মনে পড়ে একদিন বিচরণ করতে করতে হটাৎ Ekntoআপন গ্রুপ টা চোখে পরে ।দেখলাম চেনাশোনা বেশকিছু বন্ধু বান্ধব কে ভাবলাম আমিও  জয়েন করি ,,জয়েন করে খুব আনন্দিত হোলাম ।  কেও এলো কেও গেলো এভাবেই একান্ত আপন নিজের স্বতঃস্ফূর্ত হয়ে মাথা উঁচু করে কাজ করে চলেছে। ছোট ছোট আন্ন্দ খুশি সকলের সাথে ভাগাভাগি  করে নিতেই একান্ত আপন। এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰 একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শ...

ফুলকপি বাঁধাকপি

চিত্রকল্প... ছন্দে ছন্দে  শিরোপা.,,, ফুলকপি বাঁধাকপিতে  চলছে বেদম লড়াই  সেরার সেরা শিরোপা নিয়ে  দুজনে থাকতে চাই। শীতের সবজি বাঁধাকপি ফুলকপি  ভালোবেসে খায় সকলে  আদর যত্ন করে রাঁধা হয় ঘরে   কত কি সকাল বিকেলে। লোকের কথায় কান দিও না গ্যাস অম্বল হয় খেতে গিয়ে  মাঝের ঝোলে ফুলকপি আর   খেতে মজা লুচি বাঁধাকপি দিয়ে। বন্ধ করো বাদ বিবাদ নিজেদের  নেমেছো সেরার প্রতিযোগিতায়  সময় গেলেই করবে দূর তোমাদের  বসে থাকবে বছরের অপক্ষায়।   তাই বলি যত দিন ইচ্ছে থাকো  মিলেমিশে শীতের বাজারে গাঁটছড়া বেঁধে চলো দুজনে পদের আহারে বাহারে।   ✍️উমা মজুমদার  ১৯/২/২৩

মুক্ত স্বাধীনতা

 মুক্ত স্বাধীনতা  স্বাধীনতা মানে নয় স্লোগান পতাকা হাতে মিছিল বলো স্বাধীনতা তুমি  একদিনের শুধু নয়  দিবস পালন স্বাধীনতা হোক ঘরে ঘরে অধিকার সন্মানে মননে  শ্রদ্ধা বিশ্বাসে হোক স্বাধীনতার পূনর্মিলন। স্বাধীনতা হোক এক নীল আকাশ মুক্ত বাতাস  খোলা আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় পরাধীন হয়ে বেঁচে থাকার নয় স্বাধীনতার সুখ স্বাধীনতা কেন যন্ত্রণা জর্জরিত বন্দীদশা অবস্থায়।  বৃটিষ শোষণ থেকে মুক্তি পেতেই কি ছিলো আন্দোলন স্বাধীনতার দেখিয়ে দাও  স্বাধীনতা মানে অক্ষরে অক্ষরে    সততার আলিঙ্গনে শুদ্ধ হোক স্বাধীনতার পবিত্রতা  স্বাধীনতা নয় পরাধীন স্বাধীনতা সকলের সমান অধিকার। ✍️ উমা মজুমদার  3/2/25

ভালো থাকার মন্ত্র

 নীরবে মুখ বুজে সয়ে যাও সব  সকলের প্রিয় হয়ে থাকবে সেখানে   ভালোটা বলতে গেলেই মন্দটা জোটে  ভালোটা বোঝে আর কই জনে। কানে তালা মুখে তালা সহজে দিয়ে  থাকা যায় ভালো সকলের কাছে  পড়ে নেয়  যদি কালো চশমা তবে মন্দ হয়না অভিনয়টা  অন্ধ সাজে ।  দিনকাল সব যত  পাল্টে গেছে   বলতে গেলেই ফোঁস করে উঠে অন্যায়ের প্রতিবাদ যদি যায় করতে  প্রাণটা চলে যায় বেঘোরে পথে ঘাটে ।   ভালো মন্দের বিচার করবে কে    শ্রোতা হয়ে নীরব দর্শকের আসনে   ভালো লাগা মন্দ লাগা এখন অচল বিবেক মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে যেখানে।

স্বল্পভাষী

 জ্ঞানীগুণীজনের কথায়  যত কথা কম তত মঙ্গল   কিছু বলার চেয়েও  নীরবতার আওয়াজের দাম বেশি দোষ ত্রুটি দেখাতে গিয়ে দ্বন্দ্ব বিবাদে  পড়তে হয় সকলের মাঝে    কথায় কথা বাড়ে তর্ক বিতর্কের  সমালোচনায় কতনা রেষারেষি । কিছু  না বলে সকলের প্রিয় হয়ে  থাকা যায় ঘরে বাইরে  জীবনে প্রাণের সংশয় পর্যন্ত  সত্যি বলা যে মহাদোষ  অদ্ভুত সমাজের চিরাচরিত ছবি   অন্যের উপদেশ চায়না স্বল্পভাষী মহৎ গুণ বেঁচে  থাকা জীবনের এক মন্ত্রবিশেষ ।

দ্বিমুখী চরিত্রের মানুষ

দ্বিমুখী চরিত্রের মানুষকে বিপদে পড়লে চেনা যায়,,,,,বুঝা  যায় কে আপন  কতটা আপন,,,,,  বিপদে পড়লে বুঝা যায় কে প্রকৃত বন্ধু? ?? সবাইকে বন্ধু বা আপন মনে করাটা খুব ভুল,,,, কিছু লোক প্রয়োজনের সময় সাথে থাকার ভান  করে,,,,  সত্যিই যখন কেও বিপদের সম্মূখীন হয় তখন সামান্য চেষ্টাটুকু করে দেখেনা বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য ,,বরং মনে মনে সে আনন্দ পায়,, বাস্তবে এমন লোক প্রচুর দেখা  যায়। এমন কিছু লোকজনও আছে  যাদের কথাবার্তা শুনলে  মনে হবে যেন সর্বক্ষণ অপরের সহায়তার জন্য উদগ্রীব হয়ে আছে ,,,,আসলে সবাই নিজের প্রয়োজন মেটাতে পাশে আসে,,,  যখন প্রয়োজন মিটে যায় তখন তাদের আসল রুপটা  খুলে  সামনে চলে আসে।

সস্তার দুরবস্থা

লিমেরিক... অতিরিক্ত ফসলের কি প্রয়োজন ছিলো চাষীদের  সস্তায় বিকোচ্ছি এখন কি দুরবস্থা হলো আমাদের  অফ সিজনে দেখাবো দাম সবজির রাজা ফুলকপির নাম নূন্যতম সন্মানটুকু দিয়ে ব্যাগে পুরে নাও ফুলকপিদের।

সাজের মিরাকেল

লিমেরিক.. একদিকে ভালো চুল থাকলে ঝামেলা যত শ্যাম্পু  কন্ডিশনার থেকে টাকা বাঁচবে তত চুল দাঁড়িতে মুন্ডি সাজায় অবাক হয়ে মানুষ তাকায় কেমন ফ্যাশন এলোরে ভাই সাজগোজ ইচ্ছেমতো।

ফেসবুক

আধুনিকতার ছোঁয়ায় যখন মুঠোফোন টা  এলো হাতে   সারাদিনের ক্লান্তি ভুলে মানুষ  সময় কাটায় এক যন্ত্রের সাথে । অবসাদ একাকীত্বকে ভুলে  পেলো নতুন এক  জীবন হারিয়ে যায় ফেসবুকের মাঝে   নতুন করে বাঁচার অবলম্বন । অজানা অচেনা কত বন্ধুর মেলা খুঁজে পেয়েছে  হারানো বন্ধুকে। শয়ে শয়ে পোস্ট নানান সাজে    সময় পার  করে দেয় কোনদিকে । ফেসবুক ছাড়া চলেনা একমিনিট  কবিতা গল্প কাহিনী হাতের সামনে  ফটোগ্রাফি  রান্না বান্না সবেতে সঙ্গী  ফেসবুক নিয়েছে সকলকে টেনে।

স্মৃতিরা হেঁটে যায়

আমার কবিতা... জমবে আড্ডা... ছেলে বলে খেয়ো না  ফ্যাটি লিভার তোমার  কর্তা বলে ভালো নয় একদম এইসব খাবার দাবার । ডাক্তার বলে তেলেভাজা  থেকে  যতটা দূরে  থাকুন  আমি বলি এক একদিন ক্ষতি নেই রোগের কথা ভুলে  হোক কিছুটা জিহ্বের ইচ্ছেপূরণ। চেটিং ভিডিও কলে ব্যস্ত   সকলে আজ নেট দুনিয়ায়  আড্ডার ঝড় উঠে যত  সোশ্যাল মিডিয়ায়  বন্ধ ঘরে সময় কেটে যায়    চুমুক দিয়ে কাপে স্মৃতিরা হেঁটে  যায় চেনা  পথে হারানো অতীতে।

মস্তিষ্কের ইন্ধন

সাধারণ মানুষের মুখে অনেক সময় বলতে শোনা যায় তার মাথায় ঘিলু বলতে কিছু নেই.....। আবার অনেকেই বলেন তার মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই,,,। মগজ যদি জ্ঞানের তেল না পায় তাহলে সেই মগজ অচল হয়ে পরে থাকে। বই পড়ে যেই জ্ঞানের  আলো আমরা জীবনে পাই সেটাই আমাদের  মগজকে কে সচল করে রাখে।  মগজ যদি খালি পরে থাকে সেখানে শয়তানের বাসা বাঁধতে  বেশি ক্ষন সময় লাগে না। তাই আমাদের মগজকে ভালো রাখতে হলে  যত ইচ্ছা বই পড়ে  মগজ কে চালু রাখা অত্যন্ত প্রয়োজন।

নাগপাশ

যাকে বন্ধু ভেবে সবটুকু দিয়ে ভালোবাসে ,,উঠতে বসতে তাকে সঙ্গী করে সাথে নিয়ে চলে,,সে বন্ধুর আসল চেহারা যখন সামনে  চলে আসে সেইদিনটা  তার জন্য খুব দুর্ভাগ্যজনক হয়,,। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে শুধুই  ছলনা বিশ্বাসঘাতকতার নাগপাশে দুনিয়া টাকে জড়িয়ে রেখেছে,,,,। কাওকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা আমাদের জন্য মুশকিল  হয়ে পড়েছে,,,,।  কখন যে পিছন থেকে ছোবল দেবে   কেউ জানতে পারবে না,,,। যাকেই বিশ্বাস করবে সেই তোমার ক্ষতি করবে,,,।

চারপেয়ে র পার্টি

লিমেরিক.... পার্টির মজা নিতে  চারপেয়েরা  দলবেঁধে হোটেলে পেটপুরে খাওয়া দাওয়া মজমস্তি সারারাত চলে ছুটি পেয়েছে একদিনের জন্য  প্রভুর দয়াতে জীবনটা ধন্য চেটেপুটে খেয়ে চারপেয়ে নাচে এবার ঠ্যাং তুলে ।