পোস্টগুলি

2025 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিকেলের রঙ

জীবন বদলে যায় সময়ের হাত ধরে,,,,কত উপলদ্ধি,, অনুভূতি এই জীবনের সাথে,,। দিনশেষে বিকেলটা যেন বুঝতে শেখায় অপেক্ষা,,,  জীবন ও সময়ের গভীর উপলব্ধির এক অনুভূতি,,,,, যেখানে দিনের শেষ বিকেলের মতো জীবনেও এক ধরনের অপেক্ষা বা প্রতীক্ষার ধারণা চলে আসে জীবনে,,,,, একটা আরও অপেক্ষা একটি নতুন দিনের জন্য,,,এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে,,,,।  জীবনের এক পর্যায়ে পৌঁছে মানুষ বুঝতে পারে যে জীবন আসলে একটি ধারাবাহিক অপেক্ষা,,,,একটি আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সাথে সাথেই অন্য একটি অপেক্ষার দিন শুরু হয়,,,,।   যখন কোনো আশা পূরণ হয় না,,,,, তখন এক ধরনের ক্লান্তি নেমে আসে এবং মানুষ অপেক্ষার অর্থকে আরও গভীরভাবে বুঝতে পারে জীবনে,,,,।  বয়স বাড়ার সাথে সাথে মানুষ জীবনের ফুরিয়ে আসা সময়ের ব্যাপারেও সচেতন হয় নিজেদের মতো,,,,,  বুঝতে পারে যে সময় দ্রুত বয়ে যাচ্ছে ,,,। 

মনের বাগানবাড়ি

মনের মতো একটি সুন্দর বাগানবাড়ি কোথাও কি,, আছে ???।  নিজের মনেই হল এমন একটি বাগান যেখানে আমরা যা চাই   সেটাই ফলাতে পারি তাইনা??,,, খারাপ ভালো মন্দ ,,,, যাহাই হোকনা নিজের ইচ্ছায় রোপণ করতে পারি,,, তবে মন্দ গুলো দূরে রেখে ভালোর বীজ বপন করবো,,। আমাদের চিন্তাভাবনাগুলিই হলো আমাদের  মনের বীজ,,, এবং আমরা সেগুলোকে যেভাবে পরিচর্যা করবো,,,, ঠিক সেইভাবে আমাদের মনের ভিতরে উর্বর হয়ে  বেড়ে উঠবে,,,,। একজন মালী যেমন তার বাগানের যত্ন নেয়,,,, তেমনি আমাদের মনকেও যত্ন নিয়ে ভালো জিনিসগুলো চাষ করাতে হবে,,,,। মনে  ভালো কিছু লাগালে তা আমাদের জীবনে ফুলের মতো সুন্দর হয়ে সুগন্ধ ছড়ায় ,,,, আর  খারাপ চিন্তাগুলো আগাছার মতো বেড়ে উঠে পরিবেশটাকে খারাপ করে,,,। আমাদের এই মনের বাগানের  দায়িত্ব আমাদের উপর নির্ভর করে আমরা তাকে কিভাবে সাজাবো,,,।

বিজয়া দশমীর একাল সেকাল

  যখনেই কোন আনন্দ খুশির কথা মনে হয় তখন মনটা হুট করে চলে যায় সেই সুদূর ছোটবেলায়,,,,। আজ‌ও যখন বিজয়া দশমীর দিন মাকে বরণ করে ঘরে আসি তখন বহু বছর আগে ফেলে আসা দিনের কথা খুব মনে পড়ে,,,,চোখের উপর জ্বল জ্বল করে ভেসে উঠে দশমীর দিনের কথা,,,, সেকাল আর একালের মধ্যে অনেক পরিবর্তন এসেছে,,,।  কেবল চিঠির ঘাড়ে সব দায় চাপিয়ে দিলে তা বড়ো অন্যায় হবে,,,, বদল তো ঘটেছে সম্পূর্ণ রূপে আমাদের জীবনচর্চায়,,,,সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা দিনদিন ট্রেন্ডি হয়ে উঠেছি,,,, পায়ে হাত দিয়ে প্রণাম করার রেওয়াজ কমে গিয়েছে অনেকাংশেই,,।  ছোটোবেলায় দেখতাম বিজয়া উপলক্ষ্যে বাঙালি বাড়িতে ভাজা হতো নিমকি,, গজা,,মা কে দেখেছি নাড়ু বানাতেন,,,।  দশমী করতে এ বাড়ি ও বাড়ি যাওয়া পুজোর রেশ কাটতে চাইত না কিছুতেই,, এখন সেখানে এসে ভিড় করেছে হাজার ব্যস্ততা,,,।  সময়ের দারুণ অভাব ,, চিঠির সোনালি দিনগুলো আমরা ভুলেই গেছি,,।  মোবাইলের টাচস্ক্রিনের মায়ায় আটকে সময়ের  স্রোতে হারিয়ে যাচ্ছে চিঠিপত্রের ডাকবাক্স,,, আজ শূন্য খালি ,,,,লাল ডাকবাক্সের খোলা দরজা দিয়ে চুঁইয়ে পড়ছে জল,, ক্রমেই ধূসর স্মৃতি...

রক্তমাংসের মানুষ

রূপ মানে নয় সুন্দর মুখ মনের আলো জ্ঞানের আলোয় আলোকিত  আলোকিত মায়ের মুখ নিঃস্বার্থ স্নেহ ত্যাগের মূর্তি  মূর্তিতে নয় প্রতিমা রক্তমাংসের প্রতি মা তেই  ইশ্বরের রূপ রূপ যাহাই হোকনা কেন বাহ্যিক রূপ দিয়ে যায়না বিচার করা মানুষের প্রতি।

চেনা স্মৃতি শৈশবের পাতায়

চেনা স্মৃতি শৈশবের পাতায় ______ শরৎ আসে শিউলি ফুলের সৌরভ নিয়ে,, কোথাও যেন প্রকৃতির এক  চেনা স্পর্শে আমাদের মন প্রাণ ভরে উঠে,,,। #আমাদের ছোটবেলার বহু স্মৃতি আজও  জড়িয়ে আছে,, তার মাঝে,,,,।   শিউলি ফুল দেখলেই পুরোনো হারিয়ে যাওয়া স্মৃতি গুলো এসে ভীড় করে,,,তার মিষ্টি গন্ধ  আকাশে বাতাসে পূজোর গন্ধ ছড়িয়ে দেয়,,, নিয়ে আসে আনন্দের বার্তা ,,,। ভোরবেলা তার ঝরে পড়ায় পৃথিবীতে এত আনন্দ আর কোথাও দেখা যায় কি??? মনে হয় না,,, চারদিক আলো করে ঝরে পড়া আমাদের মনকে যে কোথায় ভাসিয়ে নিয়ে যায়,, তার আর বলার অপেক্ষা রাখেনা,,। প্রতিদিনের  চেনা ভোরগুলো থেকে বের হয়ে মনের দুয়ার খুলে দিয়ে আমাদের জন্য নিয়ে আসে স্নিগ্ধ শান্তি এক নিঃশব্দ আনন্দ,,,,, শরৎকালের এক  উপহার শিউলি ফুল,,,শিউলি ফুলের মিষ্টি গন্ধ ও সতেজতা যখন বাতাসে ছড়ায়, তখন মনে হয় যেন মা দুর্গা মর্ত্যে আসার জন্যে  পুরোপুরি তৈরী,,,এর সৌরভ এবং সতেজতা মিলে প্রকৃতির একদিন সন্ধ্যাবেলা হাঁটতে গিয়ে আমার চোখে পড়লো এক শিউলি গাছ,,, অদ্ভুত সুন্দর চেনা এক গন্ধের কাছে দাঁড়িয়ে পড়লাম,,,, শিউলি ফুলের গাছ,,,সবুজ প...

জীবনের সত্য,,,পরিবর্তন

#জীবনে সবচেয়ে বড় সত্যের নাম পরিবর্তন ,,,,, #সময়ের পরিচয় হলো পরিবর্তন ,,, সময়,,,,পরিস্থিতি আর অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়,,,,আর সেই বদলের ছাপ পড়ে মনেও,,,,, কখনো কাউকে ভুলে যেতে,,,,কখনো নিজেকে নতুন করে গড়তে,,। #আকাশের রঙ বদলায় নদীর গতিপথ পরিবর্তন হয় জীবনের খাতাতেও আঁকা থাকে পরিবর্তনের নাম,, অজানা এক বদলের ছোঁয়া,,,, যা এগিয়ে যায় পরিবর্তনের হাত ধরে,,। #ঋতুর যেমন পরিবর্তন হয়,,,,  অসময়েই যখন তখন যা কিছু হয়,,, কখনো মেঘ জমে,,, কখনো রোদ ওঠে,,, । যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে কখনো জলবায়ুর পরিবর্তন করানোর চেষ্টা করে,, বিজ্ঞানের দ্বারা  কি কি না সম্ভব হয়,,। #জীবনের আরেকটি সত্যি হলো ,,, জীবনে যা কিছুই হয় আমাদের মেনে নিতে হয়,,,যত কষ্টই হোকনা কেন বাস্থবতাকে মেনেই হাঁটতে হয়,,। #মনের আবেগ অনুভূতিও যেন পরিবর্তনের নামে পা মেলায় ,,,,, কখনো হাসে মন,,,কখনো কাঁদে,,,এই তো জীবন,,, এই তো পরিবর্তন,,, যা কখনো থেমে থাকে না,,,থাকে না কোনো বাঁধন,, কোন কিছুতেই আঁকড়ে থাকেনা,, ছাড়াই পরিবর্তন,,। #অতীতের দিনগুলো স্মৃতি হয়ে যায়,,, #বর্তমান দিনরাত্রি র মতো সাথে চলতে থাকে ,,,, #ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাক...

জীবনের সার্থকতা

জীবনের সার্থকতা....🍀🍀🍀 জীবনে কি পেয়েছি কতটুকু পেয়েছি আর কি পায় নি এসব নিয়ে কখনো ভেবে দেখার সময় হয়না,,,।  যতটুকু পেয়েছি ওইটার হিসাব না রেখে বরং কি কি পেয়েছি সেই হিসাবটা করে দেখলে  বাকি জীবনটা দিব্যি কেটে যাবে,,। ☘️💐 না পাওয়ার তালিকা নিয়ে হিসাব মেলাতে গেলে দেখবো হতাশা বাড়ছে,,,। যেটা পায়নি নি ওইটা তো পাবোই না উল্টে যা পেয়েছি সেটা পাওয়ার তৃপ্তি টাই হারিয়ে  যাবে,,।🍀 জীবনে কিছু না পাওয়ার দুঃখ না থাকলে,,,,পাওয়ার আনন্দটা  ঠিক উপভোগ করা যায়না তাইনা ????বন্ধুরা তোমরাই বলো,,।☘️🍀🍀 ✍️উমা মজুমদার  #everyonehighlightsfollowers  #highlightseveryonefollowers  #highlightsシ゚ #topfansfollowers  #কল্পনারউড়ান #উমা_মজুমদার

মগজ ধোলাই

মগজের দেখভাল... সারাদিন বুনছে যত অবিদ্যার জাল  করতে হবে এবার মগজের দেখভাল  দিনরাত শুধু ডিজিটাল খেয়ে পেট ভরে  অস্বাস্থ্যকর খাওয়ায় মগজ টা যায় বিগড়ে।

জীবনের গল্প

জীবনটা কখনোই একই সরলরেখায় চলতে পারে না জীবন চক্রাবর্তের ন্যায় ঘুর্ণায়মান ‌....ঋতুচক্রের মতো সুখ দুঃখ ঘুরে ফিরে আসে ….।  কঠিন পরিস্থিতিতেও মানুষের মনের জোর ও দৃঢ় ইচ্ছাশক্তি কীভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে তা আমাদের দেখার বিষয়…..। জীবনের কঠিনতম চ্যালেঞ্জ অসুস্থতা দারিদ্র্য বা ব্যর্থতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে কীভাবে জয়ী হয় সেই গল্পগুলো মানুষের ইচ্ছাশক্তির প্রমাণ দেয় আর আমাদের জীবনের জন্য প্রেরণাদায়ী হয়…..। লড়াই করে বেঁচে থাকতে হলে জীবনের মানেটা সত্যি বোঝা যায়….। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায় সারা জীবন সাচ্ছন্দ্যের মধ্য দিয়ে জীবন কাটায় তারা জীবনটাকে সেই ভাবে অনুভব করতে পারে না এবং এদের কখনোই জীবনবোধ গড়ে উঠে না ….। মানুষের জীবনে প্রথম শিক্ষাই হলো  ছোটবেলার… …. পরিবার একটি মানুষের জীবনের ভিত্তি…..।  শিশু যখন হাঁটতে শেখে তখনই তার জীবনে প্রথম চ্যালেঞ্জ শুরু হয়…পড়ে যাওয়ার ভয় আবার উঠে দাঁড়ানোর ইচ্ছা ,,,এগুলোই জীবনের প্রথম পাঠ এরপর স্কুলে পড়াশোনা বন্ধুত্ব প্রতিযোগিতা আরও কতকিছুই জীবনের সাথে চলতে থাকে... এগুলো তাকে জীবনের বাস্তব চিত্র বুঝতে শেখায় বেঁচে থ...

সৎ অসৎ দুইয়ের বিপরীত

সৎ অসৎ দুইয়ের বিপরীত  তবুও সৎ জীবনের জন্য শ্রেষ্ঠ  অসৎ পথে যতই চলুক বিন্দাস মুখোশ খুলে যেতেই জীবনটা নষ্ট।

সরির কামাল

 আজব এক শব্দ মুখের   sorry র দেখো কামাল  একবার বলে দাও sorry  যত করো ভুল ভাল একটা sorry র অপেক্ষা  প্রেম প্রীতি ভালোবাসা  হেলায় ফেলায় যখন তখন  sorry টা বড়ই খাসা কত কি হয়ে যায় পথে ঘাটে   sorry বলে সকলে শেষ আহা  কি সহজ sorry বলা   তার চেয়ে মালা করে  গলায় ঝুলিয়ে দাও সর্ব পাপ খন্ডন সেটাই হবে বেশ।

অসহিষ্ণুতা র জীবন

হিংসা অহংকার মানুষের একমাত্র পতনের মূল  ইর্ষা লোভে বশীভূত অন্তরে আজ যত কপটতার ছল একে অপরের প্রতি বিনয় নম্র আচরণ মানুষের চরিত্রের গুণ  বিবেক মনুষ্যত্ব হারিয়ে মানুষ অসহিষ্ণুতায়   ভরছে জীবন।

expectations

#expectations  আমরা যেটাকে Expectation বলি,,,,, আশা করা বলি,,,, প্রত্যাশা বলি,,,, অবহেলা বলি...যাই বলি না  কেন আসলে এটা আমাদের অতিরিক্ত চাহিদা,,,,একজন মানুষের  প্রতি Expectation একদিনে মনে বাসা বাঁধে না,,,,, দিনের পর দিন,,,, মাসের পর মাস বিন্দু বিন্দু করে গড়ে উঠে,,,,।  মনের অজান্তেই সেই গুলো আমাদের মনে বাসা বাঁধে তার থেকে কিছু পাওয়ার আশা মনে জন্ম নেয়,,।  যেই চাহিদা গুলো মিটানো আমাদের প্রিয় মানুষ গুলোর পক্ষে কঠিন হয়ে উঠে বা তারা বুঝতে পারে না কোথায়  তাদের ভুল বা এমন ও হতে পারে অপছন্দের,,. সেই মানুষটি  হয়তো তার প্রতি বিরক্ত বোধ হয় নানা কারণে,,,। আমরা শুধু নিজেদের ইচ্ছে গুলোকেই প্রাধান্য দেই যার ফলে অপর প্রান্তের মানুষটা কি চায় সেটা বুঝতে পারিনা,,,আমরা নিজেদের মনটার সাথে তুলনা করে তাদের মনের বিচার করে ফেলি আর তখনই সেটা আমাদের জন্য দুঃখের কারণ হয়ে উঠে,,,,। যেটা আমাদের কাছে একটু চাওয়া মাত্র,,,,,, সেটা তার কাছে অতিরিক্তও মনে হতে পারে,,,,, সবার মন এক রকম নয়,,,, । আমি হয়তো  তাকে অনেক আপন ভেবেছি যার ফলে তার প্রতি Expectation চলে এসেছে,,,সে যে আমাকে আ...

ভাগ্যের লিখন

ভাগ্যের লিখন কে পারে বদললাতে  তবুও বিশ্বাস যদি ভাগ্য পারে পাল্টাতে দামী দামী গ্রহ রত্ন আছে যত নেয় পড়ে  বিশ্বাসে মিলায় বস্তু মনে ভর করে।

গল্পকার

মন খারাপের গল্প কথায়  কতনা আয়োজন ভালো থাকার সেরা পথটি বেছে নেওয়ার সংগ্রাম    রঙিন স্বপ্নে মোড়া  জীবন গল্পাকার               সময়ের স্রোতে হারিয়ে যায়                    সাধ পূরণের সকল আস্তানা            কান্না হাসির পোঁটলা বাঁধা             ‌।   কলম খুঁজে বেড়ায় নাম ঠিকানা।

যতটা ত্যাগ ততটাই শান্তি

শরীর খারাপ হলে মনটা ও যেন বিরক্ত বোধ করেনিজের মন সেও তখন পরের মতো আচরণ করেকয়েকদিন ধরে পায়ের ব্যথায় অসম্ভব যন্ত্রণা বলি,,মনকে, কিরে তোর আবার কি হলো মুখ গুঁজে বসে,,শরীর খারাপ আমার তুই তো আছিস বেশ ভালো নিজের কাজগুলো দেখ,,, সেও বিমুখ ফিরে চায়না ,,,কি আশ্চর্য এমনটাই বোধহয় হয়,,প্রিয় জিনিষ বলো আর প্রিয় মানুষ জন চোখের আড়ালে কখন যে আপন থেকে পর হয়ে যায় বুঝতে ও সময় দেয়না,,,। আমাদের মেয়েদের জীবনটাই বোধহয় এমন ছোট থেকে যে বাবা মায়ের ঘরে বড় হই সেটাও কিভাবে একদিন সব থেকে প্রিয় আপন ঘরটা,,,, যেখানে  কত যে স্মৃতি ছোটবেলার,,,,কখন যে  পর হয়ে যায় নিজেদের অজান্তে,, ভাবতেই কেমন যেন একটা কষ্টের অনুভূতি হয়,,,তারপর তো আসল জীবন শুরু  মানিয়ে নেওয়ার ,,,,এই জীবনটা  কাটে শুধুই পরের সংসারকে আপন করে নেওয়ার পালা,,,মায়া মমতায় বেঁধে বেঁধে জীবন কাটানো,, সেটাও কখনও আপন হয় বলে মনে হয় না,,, শুধুই আপোষ করা দিন যাপন তারেই মাঝে কত রকমের যে ফাঁক,, ,, পিছুটানের ঘোর,,, মমতায় স্নেহে বেঁধে রাখা,,,।  এবার এই বেঁধে রাখা সময়গুলো ভেসে যাক মেঘের সাথে ,,,পিছুটানের ঘোর কাটিয়ে গিঁটটা খুল...

চালিকাশক্তি

কঠিন পরিস্থিতিতে মানুষের ইচ্ছাশক্তিই প্রধান চালিকা শক্তি,,,,। চারিদিকের পথ যখন হারিয়ে যায়  মস্তিষ্কের ক্ষীণ আলোই পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করে।

গরীবের দুমুঠো আহার

ক্ষুধার্ত চোখ অভুক্ত পেট চেয়ে রয় দুমুঠো খাবারের তাড়না কি করে সয় খাওয়ার চেয়ে নষ্ট বেশি জমে পাহাড়  ক্ষতি তো নেই যদি পায় গরীবেরা আহার।

পরিবর্তন

জীবনের সবচেয়ে বড় সত্যের নাম পরিবর্তন,,,সময়ের সাথে সাথে মানুষ বদলায় পরিবর্তন কারও উপর প্রতিশোধ নয়,,,,।  এটা নিজের আত্মসম্মান রক্ষার সবচেয়ে নীরব যুদ্ধ,,।

তিলকে তাল করা

তিলকে তাল করা... নানা বাড়ীর  হাঁড়ির খবর  পেট পুরে গিলে নেয় হজমটা হয়না শেষমেশ যতক্ষণ না  কথাগুলো বেরোয় এটাকে বলে পরনিন্দা পরচর্চা  অভ্যাসের দাস সুযোগ পেলেই অপরের বদনাম  নেই তার শেষ দেওয়ালের ও কান আছে  তাইতো বলে সবাই  তিলকে তাল করে অন্যের  দোষ খুঁজে বলে বেড়ায়।

নুন আন্তে পান্তা ফুরোয়

ক্ষুধার্তদের মুখে উঠেনা দুমুঠো অন্নের দানা গরীবের নুন আন্তে পান্তা ফুরোয় পেটের জ্বালা  বড়লোকের বেহিসাবি খাওয়া দাওয়া শুধু অপচয় নামিদামি রেষ্টুরেন্ট মজমস্তি কুকীর্তির যত রঙ্গশালা

বৃষ্টির সমীকরণ

 মেঘের পসরা আকাশজুড়ে ,,,সাদা কালো মেঘ পেজো তুলার মতো ছোটাছুটি করে,,,, রোদ বৃষ্টির খেলা যেন জীবনের উত্থান পতনের মেলা,,, সুখ দুঃখের প্রতিচ্ছবি যেখানে রোদ জীবনের আনন্দ  আনে,,,  বৃষ্টি যেন সেখানে দুঃখ  বেদনার প্রতীক হয়ে  অশ্রু ঝরায় দু নয়নে….. বৃষ্টি সবার জীবনে আনন্দ বয়ে আনে না,,, বৃষ্টি এলে কারো মনে সুখের সুর বাজে  কারো ছাদ চুইয়ে জল পড়ে ঘর ভিজে,,,।

ট্রেন যাত্রার একাল সেকাল

সেকালের ট্রেনযাত্রা  রোমাঞ্চকর উত্তেজনা  কাঠের  বগি পুরনো আসবাবপত্র ইঞ্জিনের  ধোঁয়া ধীরে ধীরে  গন্তব্যের দিকে এগিয়ে চলতো,,,,, একালের ট্রেনযাত্রা দ্রুত গতি সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতা এবং প্রযুক্তির ছোঁয়ায় পরিবর্তিত,,,,, সেকালের ট্রেনযাত্রা প্রকৃতির সাথে একাত্মতার মিলন সময়ের থেকেও বেশি ছিলো মূল্যবান,,,, একালের ট্রেনযাত্রা আরামদায়ক বিলাসবহুল  সুযোগ সুবিধায় প্রকৃতির নীরবতা উপলব্ধি করার নেই কোন টান,,,,. সেকালের ট্রেনযাত্রা ধীর গতিতে এগিয়ে চলা  প্রাকৃতিক সৌন্দর্যে  বিভোর মানুষ হারিয়ে যেতো কল্পলোকে,,, একালে ট্রেন যাত্রা এসি কামরায় উঠেই যে যার মতো নিজের মোবাইল  ল্যাপটপে ব্যস্ত থাকে। একাল থেকে সেকালের ট্রেনযাত্রা স্মৃতির পাতায় এক আবেগঘন অনুভূতি তখনকার দিনের যাত্রা অনেক বেশি কষ্টকর হলেও দিনগুলো আজও উজ্জ্বল মনের মণিকোঠায় বহন করে চলেছে কত স্মৃতি।

নিজস্ব ভাবনা

যেকোনো পরিস্থিতিতে শুধুমাত্র একজনের প্রচেষ্টা বা ইচ্ছায় সবকিছু চলতে পারে না। যেখানে দু'পক্ষের সমান অংশগ্রহণ বা সমর্থন প্রয়োজন, সেখানে একতরফাভাবে কিছু করা হলে তা সাধারণত টেকসই হয় না বা কাঙ্ক্ষিত ফল দেয় না।😊😊 #সুপ্রভাত #everyoneシ゚ #folowersシ゚

এসেছে আষাঢ়

#এসেছে_আষাঢ়  মেঘের পর মেঘ জমে  আকাশ ঘিরে কালো হয়ে আষাঢ়ের বৃষ্টি ঝরছে খুশিতে নাচে মন তাকে পেয়ে। বাতাসে বইছে ঠান্ডা হাওয়া মাটি ভিজে সুবাস ছড়ায়  মনটা কেমন উদাস হয়ে যাওয়া  প্রাণের ঋতু বর্ষা প্রাণে মিশে যায়। পুষ্প বৃক্ষে পত্রপল্লবে বৃষ্টির ফোঁটা  সজীব হয়ে উঠলো প্রকৃতির প্রাণ আষাঢ়ের বৃষ্টিতে ঘুচলো তীব্র তাপদাহ ভিজলো সবাই আনন্দে জাগে শিহরণ। ✍️উমা মজুমদার  17/6/25

বাবা মানে

বাবা মানে অন্তরে ছুঁয়ে যাওয়া এক  অনুভূতির স্পর্শ বাবা মানে এক সুখ অনুভূতি  বাবা মানে সকল সময়ে সন্তানের  পাশে থাকার এক দৃঢ় আশ্বাস  বাবা মানে  বুকের ভিতরে স্নেহের সাগর  বাবা মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জনের  ত্যাগের প্রতীক  বাবা মানে সন্তানদের নিরাপত্তার এক চাদর বাবা মানে একটি ঠিকানা নির্ভরতার আকাশ  বাবা মানে মাথার উপর একটি মজবুত খুঁটির ঘর  সন্তানের প্রতি বাবার ভালোবাসার পরিমাপ করা যেমন অসম্ভব তেমনি সন্তানকে নিয়ে দেখা বাবার স্বপ্নের সীমা মাপা যায় না। 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

মায়ের মমতা

স্নেহ মমতায় মায়ের মত  পৃথিবীতে হয় কি  কেও আর  মায়ের কাছে সন্তানের জন্ম জীবনের পরম উপহার। শিশুর আশ্রয় মায়ের কোলে  এমন নিরাপত্তা আছে কোথায়  তপ্ত রৌদ বৃষ্টিতে মায়ের আঁচল  সব কিছু থেকে শিশুকে বাঁচায়। মায়ের বুক জড়িয়ে শিশু  খুঁজে পায় শান্তির পরম সুখ সকল যন্ত্রনা ভুলিয়ে দেয় মায়ের  দেখলে পরে শিশুর  মুখ। বিপদের ঢাল হয়ে সামনে দাঁড়ায় মা  সন্তানকে সদা রক্ষার জন্য   মা ডাকে প্রাণ জুড়ায়  মাতৃত্বে নারীর জীবন ধন্য। ✍️উমা মজুমদার।

শব্দহীন এক নীরবতা

ইচ্ছে ডানার বাঁধন খুলে উন্মুক্ত আকাশে উড়ে যেতে দিলাম যেথা খুশি সেথায় বিচরণ করুক প্রাণখুলে হেসে খেলে বেড়ায় যেন ,,,। এখন শুধু ছেড়ে দেবার পালা যতটা ছাড়া যায় তাতেইযেন শান্তি এবার যে সব ছেড়ে দেবার পালা,,,।সময় সে যে চলে যাচ্ছে তার মত করে,,,অযথা আমরা তার দিকে তাকিয়ে থাকি কোন কিছুর আশায় ,,। মনের গভীরে লুকানো থাকে শব্দহীন কিছু কথা প্রকাশে যত দুঃখ যন্ত্রণা নেমে আসে,,মনের কথা আর বলা হয় না,, শব্দহীন এক নীরবতা,,।

স্মার্ট ফোনের নেশায়

দিনগুলো মোর রইলো না  সোনার খাঁচায়  মোবাইলটা হাতে হলে  সবকিছুই ভুলে যায় । ঘরে বাইরে চলছে  মোবাইল নিয়ে হাতে মোবাইল ছাড়া চলেনা  টেবিলে বসেও খেতে।     ডুবে থাকে ফোনে সঙ্গী  হয়েছে ছোটবড় সবার  নেশাগ্রস্ত চোখ ঘুরেফিরে  চলে যায় সেখানে বারবার। সর্বেসর্বা মধ্যমনি হয়ে সকলের  কাছে করছে রাজ তারচেয়ে আপন কেউ নেই   জীবনে জুড়েছে আজ। ✍️ উমা মজুমদার  4/6/25

মোবাইল

সময়ের ঘোরপাকে শৈশব ভুলে মোবাইলটা হাতে সারাদিন চলে শৈশবের সরলতা মোবাইলে আবদ্ধ পুতুলখেলা রান্নাবাটি সবে সময়ে রুদ্ধ।   

মায়ের আঁচল

স্নেহ মমতায় মায়ের মত  পৃথিবীতে হয় কি  কেও আর  মায়ের কাছে সন্তানের জন্ম জীবনের পরম উপহার। শিশুর আশ্রয় মায়ের কোলে  এমন নিরাপত্তা আছে কোথায়  তপ্ত রৌদ বৃষ্টিতে মায়ের আঁচল  সব কিছু থেকে শিশুকে বাঁচায়। মায়ের বুক জড়িয়ে শিশু  খুঁজে পায় শান্তির পরম সুখ সকল যন্ত্রনা ভুলিয়ে দেয় মায়ের  দেখলে পরে শিশুর  মুখ। বিপদের ঢাল হয়ে সামনে দাঁড়ায় মা  সন্তানকে সদা রক্ষার জন্য   মা ডাকে প্রাণ জুড়ায়  মাতৃত্বে নারীর জীবন ধন্য। ✍️উমা মজুমদার।

ছেঁড়া ছেঁড়া মেঘ

ছেঁড়া ছেঁড়া কালো মেঘ ভেসে যায় আকাশে এই যেন নামবে অঝোর ধারায়  অভিমান গুলোও বড্ড নাছোড়বান্দা সঙ্গী হতে চায় ঐ মেঘের সাথেই  মন খারাপের স্মৃতি গুলো জড়িয়ে ধরে মাঝে মাঝে  ইচ্ছে করে উড়ে যাই মেঘেদের সাথে ভাব জমায় বৃষ্টি ধোয়া বিকেল স্মৃতি গুলোও অনবরত ভিজে বেড়ায় মনের উঠোনে   মনে হয় বৃষ্টির ফোঁটা গুলো যেন মনকে সান্ত্বনা দিতে আসে  ছোটবেলার স্মৃতিগুলো একবার ফিরে দেখে বৃষ্টির এক অদ্ভুত ক্ষমতা উদাসীন শব্দরাও তাদের নীরবতা কাটিয়ে মনের পাতায় দুকলম যায় লিখে ।

মানবতাই ধর্ম

মানবতাই ধর্ম ................................. নাম নয় ধর্ম নয় মনুষ্যত্বই  হোক মানুষের পরিচয়  সৃষ্টির সেরা জীব মানুষ  মানবতাই শ্রেষ্ঠ গুণ হয়।  ধীরে ধীরে গ্রাস করে চলেছে  সভ্যতাকে নির্মমতার অসুখ ষড়যন্ত্রের ফাঁদে পড়ে কাঁদে প্রাণ ছিনিয়ে নেয় জীবনের সুখ।  মন কাঁদে মানুষের দুরবস্থা দেখে  জাগ্রত হোক বিবেক মনুষ্যত্ব  হিংস্রতার উদাহরণ মানুষের মধ্যে  খুবলে খায় শরীর জানোয়ারের  মতো। বদলে গেছে শ্রেষ্ঠ সৃষ্টির মানবের  মতি গতি কপোট ক্ষুরধার মস্তিষ্ক পাপ পুণ্য বোধের মানসিকতা হারিয়ে  ধর্ম বিদ্বেষ হিংসার বলি মানবিকতায় ধিক। ✍️উমা মজুমদার  11/5/25

লিমেরিক

লিমেরিক... মশার কামড় থেকে শরীর যাতে রক্ষা পায়   সেলাই খুলে মশারির করলো একটা উপায়    মশাদের রক্ত খাওয়া চলবেনা      নো ডিস্টার্ব চলে পড়াশোনা  বুদ্ধিতে হলো কাজ রেজাল্ট দেখে অবাক সবাই ।

মূল্যের দাম

মূল্য টা হোকনা একটা ছোট্ট শব্দ  কিন্তু তার কাছে তার দাম অনেক বেশি  মূল্যকে যখন সস্তা ভেবে নীচু করা হয়   অনেক বেশী মূল্য  দিয়ে সেই দাম  চুকাতে হয়।

চাইনা হারাতে

. ওগো প্রিয়ে দাঁড়াও ক্ষনিক  ঘাটে লাগাই নৌকা  হারাবো দুজনে ওই কাশবনে  যেওনা চলে আমায় করে একা  নীলাম্বরী তোমার মধু সাজ চোখ ফিরাতে চায়না আজ মন ভরে শুধু তোমায় দেখি না বলা কথাগুলো থাক বাকি  ব্যাথিত হদয় শুধুই খুঁজে ফেরে চাইনা হারাতে তোমায় বারেবারে।

ছেলে বাবা

লিমেরিক.... খোকা কাঁপে ভয়ে স্কুটারটা যায়না পড়ে  বিশাল দেহখানা বাবার সামলায় কি করে  কোনো রকমে বসে খোকা  বিপদ তখন খায় যদি ধাক্কা  চেষ্টা করেও দুহাত পোঁছায়না ভুঁড়িখানা জড়িয়ে ধরে।

স্বপ্নের ঠিকানা

বিষন্ন গোধূলি সন্ধ্যা ছুঁয়ে রাত নামে,,  ক্লান্ত দুটি চোখ যেন কিসের অপেক্ষায়  স্বপ্নেরাও রাত জাগা পাখির মতো বসে থাকে  যেন মনে হয় কতদিন ঘুমায়নি  একটা নতুন সকালের স্বপ্ন দেখে ওরা নতুন ভোরের স্বপ্নের পাখি হয়ে স্বাধীন আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় চাওয়া ও পাওয়ার এই যে নিঠুর খেলা সেটা কি কখনো  শেষ হয় নীলাকাশ যে হারিয়েছে কালো ধোঁয়ায় বিষন্নতার বাতাসে হারিয়ে যায় স্বপ্নরা কোন নতুন ঠিকানায়।

দুর্বলের উপর সবলের অত্যাচার

অসহায় ভেবে দুর্বলতার সুযোগ নেয় জোর খাটিয়ে শক্তিশালীর পরিচয় দেয় ছোট্ট হয়েও সাহস দেখায় মনের জোরে দুর্বলের উপর সবলের অত্যাচার সদাই করে

অনুভূতি

মন খারাপের গল্পগুলো কখনো হারায়না  মনের অগোচরে কিছু মুহূর্তের সাক্ষী হয়ে  থেকে যায় টুকরো টুকরো স্মৃতির শূন্যতা   সময়ের কাঁটাতারে আবদ্ধ অলিখিত গল্পের  কাহিনী বাস্তবের মুখোমুখি জীবন এক শিক্ষার্থী।

ভালোবাসার রঙ

ফেলে আসা দিনের মত তুমিও  বুঝি  বদলে যেতে চাও অজুহাত দেখিয়ে দূরে থাকা বলোনা   বারবার নীরবতা টুকু থাক প্রতীক্ষার রাতগুলো নাহয় শুধুই আমার ভালোবাসার কাছে হৃদয় যে অসহায়   আর‌ও একটি রাত  নিদ্রাহীন চোখে  তোমারই অপেক্ষায় কেটে যাক মনের মানুষ নাই বা খুঁজে পেলাম  ভিড় করে আসা স্মৃতি গুলো নিঃস্ব পড়ে থাক।

ছবি দেখে কবিতা

সংসারের চেনা পরিচিত ছবি চিত্রকাররের চিত্রে দাম্পত্য কলহে শিশুর মন মানসিকতায় আঘাত আধুনিক সমাজের উচ্চশিক্ষিত জীবন যাপনে  বিবাহ বিচ্ছেদ শিশুর বর্তমান ভবিষ্যৎ অনিশ্চিত ।

ত্রাণকর্তা

অসহায়ের সহায়তা ত্রাণকর্তা দাঁড়িয়ে দুয়ারে  একি রে বাবা সাথে যে ক্যামেরাম্যান প্যায়ারে স্বার্থ উদ্ধারে ধর্ম কর্ম বাহবা লুটায় ভালো বলে  দান দক্ষিণায় মুখ বন্ধ অহরহ বেচা কেনা চলে মুক্ত হস্তে দান করো দাতা হয়ে তবেই প্রকৃত দান দান যদি নিজের কার্যসিদ্ধিতে কিসের দয়াবান মিথ্যের খোলশে ভরা সমাজকে ঢাকে ছবি দিয়ে মিথ্যের মুখরোচক গল্প সাজায় টাকার বিনিময়ে বিবেক মনুষ্যত্ব হারিয়ে একদল মিথ্যের ছল চাতুরি সত্যকে আড়াল করে মিথ্যে বলতে নেই যে  জুড়ি।

আইসক্রিম ওয়ালা

জানালা দিয়ে তাকিয়ে থাকা কখন আইসক্রিমওয়লা যাবে,,, ভরদুপুরে সাইকেলের পিছনে সেই আইসক্রিম ওয়ালা কাকু ও আইসক্রিমওয়ালা হাঁ এই ভাবেই তো ডেকে যেতাম ,,,,,  বাবার থেকে দৌড়ে গিয়ে দুটো টাকা নিয়ে আসতাম,, ,,, কত বকাখেয়েও খেতাম,,,, আমার আবার ওরেঞ্জটা খুব প্রিয় ছিল,,,,,  আইসক্রিমওয়ালা কাকুরা হারিয়ে গেছে শহরের নামিদামি আইসক্রিমের মাঝে কোথাও আর চোখে পড়েনা,,,।

জীবনের অনুভূতি

সকলের কাছে প্রিয় হয়ে উঠতে না পারার  গল্পটা অজানাই থাক  ইচ্ছে র থেকে অনিচ্ছের দামটা বেশি দিতে হয় জীবনে আজ সব গল্পের সমাপ্তিটা সকলের কাছে মনের মতো নাও হতে পারে  না পাওয়ার দুঃখগুলো  থাক ক্ষতি নেই কারন জীবন তো কোন রূপকথা নয় সে তো একদম বাস্তব।

আধুনিকার তকমা

... কালের স্রোতে ভুলে যায় নিজেদের সংস্কৃতি আধুনিক সভ্যতার জয়জয়কার এই পরিনীতি  ফ্যাশনের স্রোতে গা ভাসিয়ে আধুনিকার তকমা ছেলে মেয়ে উভয়েই নেশায় আচ্ছন্ন বিনোদনের রমরমা।

মনের খেলাঘরে

নিজের মনের খেলাঘরে খেলা করতে ভীষণ ভালো লাগে ভালো লাগে নিজের সাথে নিজের কথা বলা  লড়াই করা  মন খারাপে তাদের সাথে নিরিবিলি সময় কাটানোর গল্প বলা ভালো লাগে নিজেকে নিজের মতো করে বোঝাতে মানাতে ভালো লাগে হৃদয়ের  যত পুরনো মান অভিমান গুলোকে ভালোবাসা দিয়ে পোষ মানানো । ✍️উমা মজুমদার 

ভুত পেত্নী

লিমেরিক.. ভুতপেত্নী  ভুতপেত্নী বসে আছে লম্বা দুটো ঠ্যাং ঝুলিয়ে    সাদাকালো বসনে পিঠের উপর চুল ছড়িয়ে       ছিপ নিয়ে দিন দুপুরে        পুকুর পাড়ে মাছ ধরে  রক্ষে নেই কারও আসলে পরে খাবে ঘাড় টা মটকিয়ে।

চিরকুট

বয়স বাড়ার সাথে সাথে উপলদ্ধির খতাটা অভিজ্ঞতায় ভরাট হয়,, প্রয়োজনে কেও নেই অপ্রয়োজনে সবাইকে কাছে পাওয়া যায়।

কিছু শব্দের চয়ন

কিছু প্রশ্নের আজও পাইনি উত্তর খুঁজে   কিছু কথা আজও মূল্যহীন হয়ে রয়ে গেলো  কিছু শব্দ এখনো অস্থায়ী অমিলের সারিতে  কিছু কবিতা এখনো অসম্পূর্ণতার পাতায় দাঁড়িয়ে  অপেক্ষা তার কথা কি বলবো সে প্রতিনিয়ত বাস করে অদ্ভুত অনুভূতিতে।

পুরোনো মন্দির

বইপত্র পড়ে জেনো আমার ব্যখ্যা  পুরাতন মন্দিরের  পেয়েছি আখ্যা  গাছপালার আগাছা ঢেকেছে আমায় পরিত্যক্ত হয়ে আছি পরে এই অবস্থায় ।

প্রকৃতির ক্রিয়াকলাপ

আমার কবিতা... শিরোনাম...প্রকৃতির ক্রিয়াকলাপ মানুষের সখের ঘরবাড়ি আজ পরিত্যক্ত অবস্থায়  প্রকতির অস্বাভাবিক আচরণে ছেড়ে যেতে বাধ্য হয় যেখানে প্রকৃতি সৃষ্টিকূলের  প্রাণের ধারক আবার সেখানেই হয়ে উঠে   ধংসের কারক  নগন্য মানুষ প্রকৃতির সামনে  বরাবর অসহায় প্রকৃতির দাপটে মানুষেরা তাদের  হারায় আশ্রয় সর্বগ্রাসী মানুষ প্রকৃতির অবদান যায় ভুলে সবুজ প্রকৃতির রূপ সৌন্দর্য্যকে  নিমেষে কেটে ফেলে শহরের আনাচে কানাচে গড়েছে  অট্টালিকার পাহাড় লক্ষ লক্ষ গাছ কেটে ভরে নিজের  ধনের ভান্ডার  শান্ত ধীর স্থির প্রকৃতির রুদ্রমূর্তির অহংকারী মানুষ শিক্ষার অপব্যবহারের  মাশুল দিয়ে চলে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা সবে প্রকৃতির   বিনাশের ফলে। ✍️উমা মজুমদার  4/4/25

জীবনের অভিজ্ঞতা

একটা দীর্ঘশ্বাস  একটা জীবনের আক্ষেপ  ভুলগুলো আর শোধরানো হয় না....    শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়……  ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝে এইভাবেই বোধহয় বেড়ে যায় আমাদেরর বয়স ….   প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারায় এক একটা দিন....     নিজেকে শান্তনা দিই  এবার হয়তো সব ঠিক হয়ে যাবে শুধরে নেবো পেছনের সব ভুল ভ্রান্তি ভুলে যাবো সব ভুল মানুষ ভুলে যাবো মিথ্যে হাসির ঘোর....  হয়তো ভুলে যাই  হয়তো ভুলি না….    এইভাবেই কি বেড়ে যায় আমাদের বয়স?? এই ভাবেই কি শেষ হয় একেকটি দিন মাস বছর।

পড়াশোনা উঠলো শিকেয়

পড়াশোনা শিকেয় তুলে ইচ্ছে করে পূরণ বড়দের চোখে ফাঁকি পড়াশোনার সাতকাহন   সারাদিন শুধু পড়া পড়া কি করছে পড়বেনা ধরা  পড়াশোনা ছাড়া সব ভালো এই তো পরিবর্তন।

রঙ

. মুখোশের আড়ালে জীবনের জলছবি রঙ মেখে মুখে গালে এটাই আমার হবি হাসি কান্নায় ভরে বেঁচে থাকার জীবনপাতা রঙ্গমঞ্চে অভিনয় কি আসে যায় লোকের কথা।

জীবনের অভিজ্ঞতা

সময়টা বয়ে চলছে নিজের স্রোতে কোথাও থমকে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব … ঘড়ির কাঁটা সে তো সময়ের কথা শুনেই তাকে   চলতে হয়,, সেও একদিন চলতে চলতে অকেজো হয়ে পড়ে ,,, তবুও তার  কর্ম সে করে চলে…. কি মিল আমাদের জীবনের সাথে অদ্ভুত এক বোঝাপড়া চলে,,। সময়ও আমাদের যার যার হিসেব গুলো ঠিক ঠাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে কি উচিত কি অনুচিত,,, মানা না মানা নিজের উপর নির্ভর করে ,,,   সময়ের সাথে চলতে চলতে প্রতিটা মুহূর্ত যেন  এক নতুন খোঁজের  সন্ধান মিলে ,,, প্রতিদিন যেনো আমিত্বের লড়াই চলে,,। আমার মনের ভিতর একাকী বাস করে সেই আমি ,,, জীবনের মধ্যভাগে এসে কঠিনতা ভরা জীবনের প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমিকে আবিষ্কার করি,,। ✍️উমা মজুমদার  3/3/25

আত্মতৃপ্তি

আত্মতৃপ্তি বড় তৃপ্তি ,,,সেখানে কোন চাওয়া পাওয়া যোগ হয়না … না হয় কোন আদানপ্রদানের প্রত্যাশা … শুধুই থাকে আত্মতুষ্টি যার পরিমাপ হয়না…। উমা মজুমদার.।

নারী নয় অবলা

সারাদিনের কাজকর্ম নিজের হাতে  শুধুই কি তুমি নারী বলে সকলকে আদর যত্ন ভালোবাসা দিয়ে শুধুই কি তুমি নারী বলে..... নাকি ছোট থেকে শেখানো হয় নারীর ধর্ম  কর্ম তুমি নারী বলে। হাঁ আমিই সেই নারী যাকে স্রষ্টা নিজের হাতে সুন্দর করে সৃষ্টি করেছেন নারী বলে  আমিই সেই মমতায় বহমান এক স্রোতস্বিনী নদী  ধৈর্য্য ত্যাগের অধিকারী নারী বলে  আমিই সেই নারী যে আজও ঘরে ঘরে লাঞ্ছিত অবহেলিত হতে হয় নারী বলে। যে সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলে যায় সেইতো নারী বলে পুরুষশাসিত এই সমাজে অনেক ক্ষেত্রেই নারীদের ছোট করে দেখা হয় তাকে  নারী বলে  যে নিত্য পূজিতা মহিষাসুরমর্দিনী জগদ্ধাত্রী করুণাময়ী আর নয় অবলা নারী বলে।

খুব প্রয়োজন

ভালো থাকাটা খুব প্রয়োজন  বেশি না হোক নিজের কথা ভাবাটা খুব প্রয়োজন  হাজার ভিড়ের মাঝে একটা চেনা মুখের প্রয়োজন  দূরত্বের মাঝেও মনের টানটা প্রয়োজন  কান্নার পরে হাসিটাও জীবনের  জন্য প্রয়োজন  ভালোবাসার মানুষগুলো ভালোবেসে থাকাটাও খুব প্রয়োজন ইচ্ছেগুলো পূরণ হতে স্বপ্ন দেখাও প্রয়োজন।

ওল্ড ইজ গোল্ড

সেইদিন সেই মুহূর্তের কথা আমরা কতটুকুই বা মনে রেখে বসে থাকি কিন্তু স্মার্টফোনের মারফতে আমরা আমাদের প্রিয় মুহূর্ত গুলো  বারবার ফিরে পাই,,,ভালোলাগে চলে যাওয়া সেদিনের মুহূর্ত গুলো ছবির মাধ্যমে  অনুভব করতে ফিরে দেখতে। আগে দিনগুলো ছিলো অন্যরকম যখনই মনখারাপ হতো কিছুদিন পর পর অ্যালবাম খুলে বসতাম,,,,,। ডিজিটাল এই যুগে আমরা সবাই হয়তো পুরানো ছবির সেই অ্যালবাম গুলোর কথা ভুলেই গিয়েছি,,,,, আমরা সবাই এখন স্মার্ট ফোনেই আমাদের সবার ছবি বা ভিডিও গুলো দেখে থাকি বেশি,,,,,, আর সত্যি বলতে আধুনিকতা আর প্রযুক্তির ছোঁয়া এমন ভাবে লেগে গেছে আমাদের জীবনে যে এর বাইরে যাওয়ার কোন উপায়ই নাই,,,,,, তাই পুরোনো ছবির অ্যালবাম গুলো হয় হারিয়ে ফেলেছি, অথবা অযত্ন আর অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন,,,,,তবে ফোনের গ্যালারিতে ছবি দেখার থেকে অ্যালবামে ছবি দেখার আলাদা একটা মজা আছে,,,,, আবেগ অনুভূতি এবং ভালোবাসার মাত্রা টা বোধ হয় বেশি কাজ করে,,,।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️               "ওল্ড ইজ গোল্ড" ✍️উমা মজুমদার  ২৮/২/২৫

ভালোবাসার বন্ধন

কন্টক পথ যেতে হবে বহুদূর  দূরে রাখে সকল আপদ থেকে   জীবনের পথে এগিয়ে যাওয়ার  পথ দেখিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে।  হাঁটি হাঁটি পা করে শেখায় পথ চলা সুশিক্ষায় চরিত্র গঠনের দর্পণ দেখায় আদর আবদারের ভালোবাসা র চাদর   মাথার উপর ছাতা হয়ে নির্ভরতার আশ্রয়। কঠিন পরিস্থিতিতে সবটুকু দিয়ে তিল তিল করে বড় করে যাঁরা  সহে যায় শত কষ্ট  সন্তানের তরে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেয় বাবা মায়েরা।

আপনঘর

শিরোনাম..আপনঘর একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক অনেক বছর । অনেক গ্রুপ ছেড়ে নিজেই চলে এসেছি কিন্তু এই আপন গ্রুপ ছাড়ার কথা ভাবতে পারিনা। এটা যেন আমার খুব কাছের হয়ে উঠেছে,,ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন সবকিছুই মিলেমিশে থাকে  এখানে আসার কথা বলতে গেলে মনে পড়ে একদিন বিচরণ করতে করতে হটাৎ Ekntoআপন গ্রুপ টা চোখে পরে ।দেখলাম চেনাশোনা বেশকিছু বন্ধু বান্ধব কে ভাবলাম আমিও  জয়েন করি ,,জয়েন করে খুব আনন্দিত হোলাম ।  কেও এলো কেও গেলো এভাবেই একান্ত আপন নিজের স্বতঃস্ফূর্ত হয়ে মাথা উঁচু করে কাজ করে চলেছে। ছোট ছোট আন্ন্দ খুশি সকলের সাথে ভাগাভাগি  করে নিতেই একান্ত আপন। এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰 একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শ...

ফুলকপি বাঁধাকপি

চিত্রকল্প... ছন্দে ছন্দে  শিরোপা.,, ঋতুর শাক সবজির  চলছে বেদম লড়াই  সেরার সেরা শিরোপা নিয়ে  সকলে  থাকতে চাই। যখন যা বাজারে আসে যায়  ভালোবেসে খায় সকলে  আদর যত্ন করে রাঁধা হয় ঘরে   কত কি সকাল বিকেলে। ভালো মন্দ আছে সব কিছুই  গ্যাস অম্বল হয় খেতে গিয়ে  মাঝের ঝোলে ফুলকপি আর   খেতে মজা লুচি বাঁধাকপি দিয়ে। বন্ধ করো বাদ বিবাদ নিজেদের  নেমেছো সেরার প্রতিযোগিতায়  সময় গেলেই করবে দূর তোমাদের  বসে থাকবে বছরের অপক্ষায়।   তাই বলি যত দিন ইচ্ছে থাকো  মিলেমিশে হাটে  বাজারে শীত গ্রীষ্ম বলে নেই কথা পছন্দের   তালিকায় আছো আহারে বাহারে।   ✍️উমা মজুমদার  ১৯/২/২৩

মুক্ত স্বাধীনতা

 মুক্ত স্বাধীনতা  স্বাধীনতা মানে নয় স্লোগান পতাকা হাতে মিছিল বলো স্বাধীনতা তুমি  একদিনের শুধু নয়  দিবস পালন স্বাধীনতা হোক ঘরে ঘরে অধিকার সন্মানে মননে  শ্রদ্ধা বিশ্বাসে হোক স্বাধীনতার পূনর্মিলন। স্বাধীনতা হোক এক নীল আকাশ মুক্ত বাতাস  খোলা আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় পরাধীন হয়ে বেঁচে থাকার নয় স্বাধীনতার সুখ স্বাধীনতা কেন যন্ত্রণা জর্জরিত বন্দীদশা অবস্থায়।  বৃটিষ শোষণ থেকে মুক্তি পেতেই কি ছিলো আন্দোলন স্বাধীনতার দেখিয়ে দাও  স্বাধীনতা মানে অক্ষরে অক্ষরে    সততার আলিঙ্গনে শুদ্ধ হোক স্বাধীনতার পবিত্রতা  স্বাধীনতা নয় পরাধীন স্বাধীনতা সকলের সমান অধিকার। ✍️ উমা মজুমদার  3/2/25

ভালো থাকার মন্ত্র

 নীরবে মুখ বুজে সয়ে যাও সব  সকলের প্রিয় হয়ে থাকবে সেখানে   ভালোটা বলতে গেলেই মন্দটা জোটে  ভালোটা বোঝে আর কই জনে। কানে তালা মুখে তালা সহজে দিয়ে  থাকা যায় ভালো সকলের কাছে  পড়ে নেয়  যদি কালো চশমা তবে মন্দ হয়না অভিনয়টা  অন্ধ সাজে ।  দিনকাল সব যত  পাল্টে গেছে   বলতে গেলেই ফোঁস করে উঠে অন্যায়ের প্রতিবাদ যদি যায় করতে  প্রাণটা চলে যায় বেঘোরে পথে ঘাটে ।   ভালো মন্দের বিচার করবে কে    শ্রোতা হয়ে নীরব দর্শকের আসনে   ভালো লাগা মন্দ লাগা এখন অচল বিবেক মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে যেখানে।

স্বল্পভাষী

 জ্ঞানীগুণীজনের কথায়  যত কথা কম তত মঙ্গল   কিছু বলার চেয়েও  নীরবতার আওয়াজের দাম বেশি দোষ ত্রুটি দেখাতে গিয়ে দ্বন্দ্ব বিবাদে  পড়তে হয় সকলের মাঝে    কথায় কথা বাড়ে তর্ক বিতর্কের  সমালোচনায় কতনা রেষারেষি । কিছু  না বলে সকলের প্রিয় হয়ে  থাকা যায় ঘরে বাইরে  জীবনে প্রাণের সংশয় পর্যন্ত  সত্যি বলা যে মহাদোষ  অদ্ভুত সমাজের চিরাচরিত ছবি   অন্যের উপদেশ চায়না স্বল্পভাষী মহৎ গুণ বেঁচে  থাকা জীবনের এক মন্ত্রবিশেষ ।

দ্বিমুখী চরিত্রের মানুষ

দ্বিমুখী চরিত্রের মানুষকে বিপদে পড়লে চেনা যায়,,,,,বুঝা  যায় কে আপন  কতটা আপন,,,,,  বিপদে পড়লে বুঝা যায় কে প্রকৃত বন্ধু? ?? সবাইকে বন্ধু বা আপন মনে করাটা খুব ভুল,,,, কিছু লোক প্রয়োজনের সময় সাথে থাকার ভান  করে,,,,  সত্যিই যখন কেও বিপদের সম্মূখীন হয় তখন সামান্য চেষ্টাটুকু করে দেখেনা বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য ,,বরং মনে মনে সে আনন্দ পায়,, বাস্তবে এমন লোক প্রচুর দেখা  যায়। এমন কিছু লোকজনও আছে  যাদের কথাবার্তা শুনলে  মনে হবে যেন সর্বক্ষণ অপরের সহায়তার জন্য উদগ্রীব হয়ে আছে ,,,,আসলে সবাই নিজের প্রয়োজন মেটাতে পাশে আসে,,,  যখন প্রয়োজন মিটে যায় তখন তাদের আসল রুপটা  খুলে  সামনে চলে আসে।

সস্তার দুরবস্থা

লিমেরিক... অতিরিক্ত ফসলের কি প্রয়োজন ছিলো চাষীদের  সস্তায় বিকোচ্ছি এখন কি দুরবস্থা হলো আমাদের  অফ সিজনে দেখাবো দাম সবজির রাজা ফুলকপির নাম নূন্যতম সন্মানটুকু দিয়ে ব্যাগে পুরে নাও ফুলকপিদের।

সাজের মিরাকেল

লিমেরিক.. একদিকে ভালো চুল থাকলে ঝামেলা যত শ্যাম্পু  কন্ডিশনার থেকে টাকা বাঁচবে তত চুল দাঁড়িতে মুন্ডি সাজায় অবাক হয়ে মানুষ তাকায় কেমন ফ্যাশন এলোরে ভাই সাজগোজ ইচ্ছেমতো।

ফেসবুক

আধুনিকতার ছোঁয়ায় যখন মুঠোফোন টা  এলো হাতে   সারাদিনের ক্লান্তি ভুলে মানুষ  সময় কাটায় এক যন্ত্রের সাথে । অবসাদ একাকীত্বকে ভুলে  পেলো নতুন এক  জীবন হারিয়ে যায় ফেসবুকের মাঝে   নতুন করে বাঁচার অবলম্বন । অজানা অচেনা কত বন্ধুর মেলা খুঁজে পেয়েছে  হারানো বন্ধুকে। শয়ে শয়ে পোস্ট নানান সাজে    সময় পার  করে দেয় কোনদিকে । ফেসবুক ছাড়া চলেনা একমিনিট  কবিতা গল্প কাহিনী হাতের সামনে  ফটোগ্রাফি  রান্না বান্না সবেতে সঙ্গী  ফেসবুক নিয়েছে সকলকে টেনে।

স্মৃতিরা হেঁটে যায়

আমার কবিতা... জমবে আড্ডা... ছেলে বলে খেয়ো না  ফ্যাটি লিভার তোমার  কর্তা বলে ভালো নয় একদম এইসব খাবার দাবার । ডাক্তার বলে তেলেভাজা  থেকে  যতটা দূরে  থাকুন  আমি বলি এক একদিন ক্ষতি নেই রোগের কথা ভুলে  হোক কিছুটা জিহ্বের ইচ্ছেপূরণ। চেটিং ভিডিও কলে ব্যস্ত   সকলে আজ নেট দুনিয়ায়  আড্ডার ঝড় উঠে যত  সোশ্যাল মিডিয়ায়  বন্ধ ঘরে সময় কেটে যায়    চুমুক দিয়ে কাপে স্মৃতিরা হেঁটে  যায় চেনা  পথে হারানো অতীতে।

মস্তিষ্কের ইন্ধন

সাধারণ মানুষের মুখে অনেক সময় বলতে শোনা যায় তার মাথায় ঘিলু বলতে কিছু নেই.....। আবার অনেকেই বলেন তার মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই,,,। মগজ যদি জ্ঞানের তেল না পায় তাহলে সেই মগজ অচল হয়ে পরে থাকে। বই পড়ে যেই জ্ঞানের  আলো আমরা জীবনে পাই সেটাই আমাদের  মগজকে কে সচল করে রাখে।  মগজ যদি খালি পরে থাকে সেখানে শয়তানের বাসা বাঁধতে  বেশি ক্ষন সময় লাগে না। তাই আমাদের মগজকে ভালো রাখতে হলে  যত ইচ্ছা বই পড়ে  মগজ কে চালু রাখা অত্যন্ত প্রয়োজন।

নাগপাশ

যাকে বন্ধু ভেবে সবটুকু দিয়ে ভালোবাসে ,,উঠতে বসতে তাকে সঙ্গী করে সাথে নিয়ে চলে,,সে বন্ধুর আসল চেহারা যখন সামনে  চলে আসে সেইদিনটা  তার জন্য খুব দুর্ভাগ্যজনক হয়,,। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে শুধুই  ছলনা বিশ্বাসঘাতকতার নাগপাশে দুনিয়া টাকে জড়িয়ে রেখেছে,,,,। কাওকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা আমাদের জন্য মুশকিল  হয়ে পড়েছে,,,,।  কখন যে পিছন থেকে ছোবল দেবে   কেউ জানতে পারবে না,,,। যাকেই বিশ্বাস করবে সেই তোমার ক্ষতি করবে,,,।

চারপেয়ে র পার্টি

লিমেরিক.... পার্টির মজা নিতে  চারপেয়েরা  দলবেঁধে হোটেলে পেটপুরে খাওয়া দাওয়া মজমস্তি সারারাত চলে ছুটি পেয়েছে একদিনের জন্য  প্রভুর দয়াতে জীবনটা ধন্য চেটেপুটে খেয়ে চারপেয়ে নাচে এবার ঠ্যাং তুলে ।