সেইদিন সেই মুহূর্তের কথা আমরা কতটুকুই বা মনে রেখে বসে থাকি কিন্তু স্মার্টফোনের মারফতে আমরা আমাদের প্রিয় মুহূর্ত গুলো বারবার ফিরে পাই,,,ভালোলাগে চলে যাওয়া সেদিনের মুহূর্ত গুলো ছবির মাধ্যমে অনুভব করতে ফিরে দেখতে। আগে দিনগুলো ছিলো অন্যরকম যখনই মনখারাপ হতো কিছুদিন পর পর অ্যালবাম খুলে বসতাম,,,,,। ডিজিটাল এই যুগে আমরা সবাই হয়তো পুরানো ছবির সেই অ্যালবাম গুলোর কথা ভুলেই গিয়েছি,,,,, আমরা সবাই এখন স্মার্ট ফোনেই আমাদের সবার ছবি বা ভিডিও গুলো দেখে থাকি বেশি,,,,,, আর সত্যি বলতে আধুনিকতা আর প্রযুক্তির ছোঁয়া এমন ভাবে লেগে গেছে আমাদের জীবনে যে এর বাইরে যাওয়ার কোন উপায়ই নাই,,,,,, তাই পুরোনো ছবির অ্যালবাম গুলো হয় হারিয়ে ফেলেছি, অথবা অযত্ন আর অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন,,,,,তবে ফোনের গ্যালারিতে ছবি দেখার থেকে অ্যালবামে ছবি দেখার আলাদা একটা মজা আছে,,,,, আবেগ অনুভূতি এবং ভালোবাসার মাত্রা টা বোধ হয় বেশি কাজ করে,,,।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ "ওল্ড ইজ গোল্ড" ✍️উমা মজুমদার ২৮/২/২৫