জীবনের অভিজ্ঞতা

একটা দীর্ঘশ্বাস  একটা জীবনের আক্ষেপ 

ভুলগুলো আর শোধরানো হয় না.... 

  শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়……

 ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝে এইভাবেই বোধহয় বেড়ে যায় আমাদেরর বয়স ….

  প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারায় এক একটা দিন.... 

   নিজেকে শান্তনা দিই  এবার হয়তো সব ঠিক হয়ে যাবে শুধরে নেবো পেছনের সব ভুল ভ্রান্তি ভুলে যাবো সব ভুল মানুষ ভুলে যাবো মিথ্যে হাসির ঘোর.... 

হয়তো ভুলে যাই  হয়তো ভুলি না….

   এইভাবেই কি বেড়ে যায় আমাদের বয়স??

এই ভাবেই কি শেষ হয় একেকটি দিন মাস বছর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী