স্মৃতিরা হেঁটে যায়

আমার কবিতা...
জমবে আড্ডা...

ছেলে বলে খেয়ো না 
ফ্যাটি লিভার তোমার 
কর্তা বলে ভালো নয় একদম
এইসব খাবার দাবার ।
ডাক্তার বলে তেলেভাজা 
থেকে  যতটা দূরে  থাকুন 
আমি বলি এক একদিন
ক্ষতি নেই রোগের কথা ভুলে 
হোক কিছুটা জিহ্বের ইচ্ছেপূরণ।
চেটিং ভিডিও কলে ব্যস্ত  
সকলে আজ নেট দুনিয়ায় 
আড্ডার ঝড় উঠে যত 
সোশ্যাল মিডিয়ায় 
বন্ধ ঘরে সময় কেটে যায় 
  চুমুক দিয়ে কাপে
স্মৃতিরা হেঁটে  যায় চেনা 
পথে হারানো অতীতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ