নারী নয় অবলা
সারাদিনের কাজকর্ম নিজের হাতে
শুধুই কি তুমি নারী বলে
সকলকে আদর যত্ন ভালোবাসা দিয়ে
শুধুই কি তুমি নারী বলে.....
নাকি ছোট থেকে শেখানো হয় নারীর ধর্ম
কর্ম তুমি নারী বলে।
হাঁ আমিই সেই নারী যাকে স্রষ্টা নিজের হাতে সুন্দর করে সৃষ্টি করেছেন নারী বলে
আমিই সেই মমতায় বহমান এক স্রোতস্বিনী নদী
ধৈর্য্য ত্যাগের অধিকারী নারী বলে
আমিই সেই নারী যে আজও ঘরে ঘরে লাঞ্ছিত অবহেলিত হতে হয় নারী বলে।
যে সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলে যায় সেইতো নারী বলে
পুরুষশাসিত এই সমাজে অনেক ক্ষেত্রেই নারীদের ছোট করে দেখা হয় তাকে নারী বলে
যে নিত্য পূজিতা মহিষাসুরমর্দিনী জগদ্ধাত্রী করুণাময়ী আর নয় অবলা নারী বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন