আইসক্রিম ওয়ালা



জানালা দিয়ে তাকিয়ে থাকা কখন আইসক্রিমওয়লা যাবে,,,
ভরদুপুরে সাইকেলের পিছনে সেই আইসক্রিম ওয়ালা কাকু ও আইসক্রিমওয়ালা হাঁ এই ভাবেই তো ডেকে যেতাম ,,,,, 
বাবার থেকে দৌড়ে গিয়ে দুটো টাকা নিয়ে আসতাম,, ,,, কত বকাখেয়েও খেতাম,,,, আমার আবার ওরেঞ্জটা খুব প্রিয় ছিল,,,,,
 আইসক্রিমওয়ালা কাকুরা হারিয়ে গেছে শহরের নামিদামি আইসক্রিমের মাঝে কোথাও আর চোখে পড়েনা,,,।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী