ছেঁড়া ছেঁড়া মেঘ
ছেঁড়া ছেঁড়া কালো মেঘ ভেসে যায় আকাশে এই যেন নামবে অঝোর ধারায়
অভিমান গুলোও বড্ড নাছোড়বান্দা সঙ্গী হতে চায় ঐ মেঘের সাথেই
মন খারাপের স্মৃতি গুলো জড়িয়ে ধরে মাঝে মাঝে ইচ্ছে করে উড়ে যাই মেঘেদের সাথে ভাব জমায়
বৃষ্টি ধোয়া বিকেল স্মৃতি গুলোও অনবরত ভিজে বেড়ায় মনের উঠোনে
মনে হয় বৃষ্টির ফোঁটা গুলো যেন মনকে সান্ত্বনা দিতে আসে ছোটবেলার স্মৃতিগুলো একবার ফিরে দেখে
বৃষ্টির এক অদ্ভুত ক্ষমতা উদাসীন শব্দরাও তাদের নীরবতা কাটিয়ে মনের পাতায় দুকলম যায় লিখে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন