জীবনের অভিজ্ঞতা

সময়টা বয়ে চলছে নিজের স্রোতে কোথাও থমকে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব …
ঘড়ির কাঁটা সে তো সময়ের কথা শুনেই তাকে 
 চলতে হয়,, সেও একদিন চলতে চলতে অকেজো হয়ে পড়ে ,,, তবুও তার  কর্ম সে করে চলে….
কি মিল আমাদের জীবনের সাথে অদ্ভুত এক বোঝাপড়া চলে,,।
সময়ও আমাদের যার যার হিসেব গুলো ঠিক ঠাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে কি উচিত কি অনুচিত,,, মানা না মানা নিজের উপর নির্ভর করে ,,,  
সময়ের সাথে চলতে চলতে প্রতিটা মুহূর্ত যেন 
এক নতুন খোঁজের  সন্ধান মিলে ,,, প্রতিদিন যেনো আমিত্বের লড়াই চলে,,।
আমার মনের ভিতর একাকী বাস করে সেই আমি ,,, জীবনের মধ্যভাগে এসে কঠিনতা ভরা জীবনের প্রতিটি অধ্যায়ে
যেন এক নতুন আমিকে আবিষ্কার করি,,।
✍️উমা মজুমদার 
3/3/25


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী