ফেসবুক
আধুনিকতার ছোঁয়ায় যখন
মুঠোফোন টা এলো হাতে
সারাদিনের ক্লান্তি ভুলে মানুষ
সময় কাটায় এক যন্ত্রের সাথে ।
অবসাদ একাকীত্বকে ভুলে
পেলো নতুন এক জীবন
হারিয়ে যায় ফেসবুকের মাঝে
নতুন করে বাঁচার অবলম্বন ।
অজানা অচেনা কত বন্ধুর মেলা
খুঁজে পেয়েছে হারানো বন্ধুকে।
শয়ে শয়ে পোস্ট নানান সাজে
সময় পার করে দেয় কোনদিকে ।
ফেসবুক ছাড়া চলেনা একমিনিট
কবিতা গল্প কাহিনী হাতের সামনে
ফটোগ্রাফি রান্না বান্না সবেতে সঙ্গী
ফেসবুক নিয়েছে সকলকে টেনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন