স্বল্পভাষী



 জ্ঞানীগুণীজনের কথায়
 যত কথা কম তত মঙ্গল 
 কিছু বলার চেয়েও 
নীরবতার আওয়াজের দাম বেশি
দোষ ত্রুটি দেখাতে গিয়ে দ্বন্দ্ব বিবাদে 
পড়তে হয় সকলের মাঝে 
  কথায় কথা বাড়ে তর্ক বিতর্কের 
সমালোচনায় কতনা রেষারেষি ।

কিছু  না বলে সকলের প্রিয় হয়ে
 থাকা যায় ঘরে বাইরে 
জীবনে প্রাণের সংশয় পর্যন্ত 
সত্যি বলা যে মহাদোষ
 অদ্ভুত সমাজের চিরাচরিত ছবি  
অন্যের উপদেশ চায়না
স্বল্পভাষী মহৎ গুণ বেঁচে 
থাকা জীবনের এক মন্ত্রবিশেষ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ