ফুলকপি বাঁধাকপি

চিত্রকল্প... ছন্দে ছন্দে 

শিরোপা.,,
ঋতুর শাক সবজির 
চলছে বেদম লড়াই 
সেরার সেরা শিরোপা নিয়ে
 সকলে  থাকতে চাই।
যখন যা বাজারে আসে যায় 
ভালোবেসে খায় সকলে 
আদর যত্ন করে রাঁধা হয় ঘরে 
 কত কি সকাল বিকেলে।

ভালো মন্দ আছে সব কিছুই 
গ্যাস অম্বল হয় খেতে গিয়ে 
মাঝের ঝোলে ফুলকপি আর 
 খেতে মজা লুচি বাঁধাকপি দিয়ে।

বন্ধ করো বাদ বিবাদ নিজেদের 
নেমেছো সেরার প্রতিযোগিতায় 
সময় গেলেই করবে দূর তোমাদের 
বসে থাকবে বছরের অপক্ষায়।
 
তাই বলি যত দিন ইচ্ছে থাকো 
মিলেমিশে হাটে  বাজারে
শীত গ্রীষ্ম বলে নেই কথা পছন্দের 
 তালিকায় আছো আহারে বাহারে।
  ✍️উমা মজুমদার 
১৯/২/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী