চাইনা হারাতে

.

ওগো প্রিয়ে দাঁড়াও ক্ষনিক
 ঘাটে লাগাই নৌকা 
হারাবো দুজনে ওই কাশবনে 
যেওনা চলে আমায় করে একা 
নীলাম্বরী তোমার মধু সাজ
চোখ ফিরাতে চায়না আজ
মন ভরে শুধু তোমায় দেখি
না বলা কথাগুলো থাক বাকি 
ব্যাথিত হদয় শুধুই খুঁজে ফেরে
চাইনা হারাতে তোমায় বারেবারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী