চাইনা হারাতে
.
ওগো প্রিয়ে দাঁড়াও ক্ষনিক
ঘাটে লাগাই নৌকা
হারাবো দুজনে ওই কাশবনে
যেওনা চলে আমায় করে একা
নীলাম্বরী তোমার মধু সাজ
চোখ ফিরাতে চায়না আজ
মন ভরে শুধু তোমায় দেখি
না বলা কথাগুলো থাক বাকি
ব্যাথিত হদয় শুধুই খুঁজে ফেরে
চাইনা হারাতে তোমায় বারেবারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন