স্মার্ট ফোনের নেশায়
দিনগুলো মোর রইলো না
সোনার খাঁচায়
মোবাইলটা হাতে হলে
সবকিছুই ভুলে যায় ।
ঘরে বাইরে চলছে
মোবাইল নিয়ে হাতে
মোবাইল ছাড়া চলেনা
টেবিলে বসেও খেতে।
ডুবে থাকে ফোনে সঙ্গী
হয়েছে ছোটবড় সবার
নেশাগ্রস্ত চোখ ঘুরেফিরে
চলে যায় সেখানে বারবার।
সর্বেসর্বা মধ্যমনি হয়ে সকলের
কাছে করছে রাজ
তারচেয়ে আপন কেউ নেই
জীবনে জুড়েছে আজ।
✍️ উমা মজুমদার
4/6/25
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন