মস্তিষ্কের ইন্ধন
সাধারণ মানুষের মুখে অনেক সময় বলতে শোনা যায় তার মাথায় ঘিলু বলতে কিছু নেই.....।
আবার অনেকেই বলেন তার মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই,,,।
মগজ যদি জ্ঞানের তেল না পায় তাহলে সেই মগজ অচল হয়ে পরে থাকে।
বই পড়ে যেই জ্ঞানের আলো আমরা জীবনে পাই সেটাই আমাদের
মগজকে কে সচল করে রাখে।
মগজ যদি খালি পরে থাকে সেখানে শয়তানের বাসা বাঁধতে বেশি ক্ষন সময় লাগে না।
তাই আমাদের মগজকে ভালো রাখতে হলে যত ইচ্ছা বই পড়ে মগজ কে চালু রাখা অত্যন্ত প্রয়োজন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন