দ্বিমুখী চরিত্রের মানুষ

দ্বিমুখী চরিত্রের মানুষকে
বিপদে পড়লে চেনা যায়,,,,,বুঝা  যায় কে আপন  কতটা আপন,,,,,
 বিপদে পড়লে বুঝা যায় কে প্রকৃত বন্ধু? ??
সবাইকে বন্ধু বা আপন মনে করাটা খুব ভুল,,,,
কিছু লোক প্রয়োজনের সময় সাথে থাকার ভান 
করে,,,,  সত্যিই যখন কেও বিপদের সম্মূখীন হয়
তখন সামান্য চেষ্টাটুকু করে দেখেনা বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য
,,বরং মনে মনে সে আনন্দ পায়,, বাস্তবে এমন লোক প্রচুর দেখা
 যায়।
এমন কিছু লোকজনও আছে  যাদের কথাবার্তা শুনলে 
মনে হবে যেন সর্বক্ষণ অপরের সহায়তার জন্য উদগ্রীব হয়ে
আছে ,,,,আসলে সবাই নিজের প্রয়োজন মেটাতে পাশে আসে,,, 
যখন প্রয়োজন মিটে যায় তখন তাদের আসল রুপটা  খুলে 
সামনে চলে আসে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ