ত্রাণকর্তা
অসহায়ের সহায়তা ত্রাণকর্তা দাঁড়িয়ে দুয়ারে
একি রে বাবা সাথে যে ক্যামেরাম্যান প্যায়ারে
স্বার্থ উদ্ধারে ধর্ম কর্ম বাহবা লুটায় ভালো বলে
দান দক্ষিণায় মুখ বন্ধ অহরহ বেচা কেনা চলে
মুক্ত হস্তে দান করো দাতা হয়ে তবেই প্রকৃত দান
দান যদি নিজের কার্যসিদ্ধিতে কিসের দয়াবান
মিথ্যের খোলশে ভরা সমাজকে ঢাকে ছবি দিয়ে
মিথ্যের মুখরোচক গল্প সাজায় টাকার বিনিময়ে
বিবেক মনুষ্যত্ব হারিয়ে একদল মিথ্যের ছল চাতুরি
সত্যকে আড়াল করে মিথ্যে বলতে নেই যে জুড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন