স্বপ্নের ঠিকানা

বিষন্ন গোধূলি সন্ধ্যা ছুঁয়ে রাত নামে,, 

ক্লান্ত দুটি চোখ যেন কিসের অপেক্ষায় 

স্বপ্নেরাও রাত জাগা পাখির মতো বসে থাকে 

যেন মনে হয় কতদিন ঘুমায়নি 

একটা নতুন সকালের স্বপ্ন দেখে ওরা নতুন ভোরের স্বপ্নের পাখি হয়ে স্বাধীন আকাশে ডানা মেলে উড়ে যেতে চায়

চাওয়া ও পাওয়ার এই যে নিঠুর খেলা সেটা কি কখনো  শেষ হয়

নীলাকাশ যে হারিয়েছে কালো ধোঁয়ায় বিষন্নতার বাতাসে হারিয়ে যায় স্বপ্নরা কোন নতুন ঠিকানায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে