মনের খেলাঘরে
নিজের মনের খেলাঘরে খেলা করতে ভীষণ ভালো লাগে
ভালো লাগে নিজের সাথে নিজের কথা বলা লড়াই করা
মন খারাপে তাদের সাথে নিরিবিলি সময় কাটানোর গল্প বলা
ভালো লাগে নিজেকে নিজের মতো করে বোঝাতে মানাতে
ভালো লাগে হৃদয়ের যত পুরনো মান অভিমান গুলোকে ভালোবাসা দিয়ে পোষ মানানো ।
✍️উমা মজুমদার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন