মনের খেলাঘরে

নিজের মনের খেলাঘরে খেলা করতে ভীষণ ভালো লাগে

ভালো লাগে নিজের সাথে নিজের কথা বলা  লড়াই করা

 মন খারাপে তাদের সাথে নিরিবিলি সময় কাটানোর গল্প বলা

ভালো লাগে নিজেকে নিজের মতো করে বোঝাতে মানাতে

ভালো লাগে হৃদয়ের  যত পুরনো মান অভিমান গুলোকে ভালোবাসা দিয়ে পোষ মানানো ।

✍️উমা মজুমদার 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী