নাগপাশ



যাকে বন্ধু ভেবে সবটুকু দিয়ে ভালোবাসে ,,উঠতে বসতে
তাকে সঙ্গী করে সাথে নিয়ে চলে,,সে বন্ধুর আসল চেহারা যখন সামনে 
চলে আসে সেইদিনটা  তার জন্য খুব দুর্ভাগ্যজনক হয়,,।
আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে শুধুই
 ছলনা বিশ্বাসঘাতকতার নাগপাশে দুনিয়া টাকে জড়িয়ে রেখেছে,,,,।
কাওকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা আমাদের জন্য মুশকিল 
হয়ে পড়েছে,,,,। 
কখন যে পিছন থেকে ছোবল দেবে   কেউ জানতে পারবে না,,,।
যাকেই বিশ্বাস করবে সেই তোমার ক্ষতি করবে,,,।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ