ভালোবাসার বন্ধন
কন্টক পথ যেতে হবে বহুদূর
দূরে রাখে সকল আপদ থেকে
জীবনের পথে এগিয়ে যাওয়ার
পথ দেখিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে।
হাঁটি হাঁটি পা করে শেখায় পথ চলা
সুশিক্ষায় চরিত্র গঠনের দর্পণ দেখায়
আদর আবদারের ভালোবাসা র চাদর
মাথার উপর ছাতা হয়ে নির্ভরতার আশ্রয়।
কঠিন পরিস্থিতিতে সবটুকু দিয়ে
তিল তিল করে বড় করে যাঁরা
সহে যায় শত কষ্ট সন্তানের তরে
সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেয় বাবা মায়েরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন