ভালোবাসার রঙ

ফেলে আসা দিনের মত তুমিও 

বুঝি  বদলে যেতে চাও

অজুহাত দেখিয়ে দূরে থাকা বলোনা 

 বারবার নীরবতা টুকু থাক

প্রতীক্ষার রাতগুলো নাহয় শুধুই আমার

ভালোবাসার কাছে হৃদয় যে অসহায়

  আর‌ও একটি রাত  নিদ্রাহীন চোখে

 তোমারই অপেক্ষায় কেটে যাক

মনের মানুষ নাই বা খুঁজে পেলাম 

ভিড় করে আসা স্মৃতি গুলো নিঃস্ব

পড়ে থাক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী