শব্দহীন এক নীরবতা
ইচ্ছে ডানার বাঁধন খুলে উন্মুক্ত আকাশে উড়ে যেতে দিলাম যেথা খুশি সেথায় বিচরণ করুক প্রাণখুলে হেসে খেলে বেড়ায় যেন ,,,।
এখন শুধু ছেড়ে দেবার পালা যতটা ছাড়া যায় তাতেইযেন শান্তি এবার যে সব ছেড়ে দেবার পালা,,,।সময় সে যে চলে যাচ্ছে তার মত করে,,,অযথা আমরা তার দিকে তাকিয়ে থাকি কোন কিছুর আশায় ,,।
মনের গভীরে লুকানো থাকে শব্দহীন কিছু কথা প্রকাশে যত দুঃখ যন্ত্রণা নেমে আসে,,মনের কথা আর বলা হয় না,, শব্দহীন এক নীরবতা,,।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন