এসেছে আষাঢ়
#এসেছে_আষাঢ়
মেঘের পর মেঘ জমে
আকাশ ঘিরে কালো হয়ে
আষাঢ়ের বৃষ্টি ঝরছে
খুশিতে নাচে মন তাকে পেয়ে।
বাতাসে বইছে ঠান্ডা হাওয়া
মাটি ভিজে সুবাস ছড়ায়
মনটা কেমন উদাস হয়ে যাওয়া
প্রাণের ঋতু বর্ষা প্রাণে মিশে যায়।
পুষ্প বৃক্ষে পত্রপল্লবে বৃষ্টির ফোঁটা
সজীব হয়ে উঠলো প্রকৃতির প্রাণ
আষাঢ়ের বৃষ্টিতে ঘুচলো তীব্র তাপদাহ
ভিজলো সবাই আনন্দে জাগে শিহরণ।
✍️উমা মজুমদার
17/6/25
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন