মানবতাই ধর্ম


মানবতাই ধর্ম
.................................
নাম নয় ধর্ম নয় মনুষ্যত্বই 
হোক মানুষের পরিচয় 
সৃষ্টির সেরা জীব মানুষ 
মানবতাই শ্রেষ্ঠ গুণ হয়।

 ধীরে ধীরে গ্রাস করে চলেছে
 সভ্যতাকে নির্মমতার অসুখ
ষড়যন্ত্রের ফাঁদে পড়ে কাঁদে প্রাণ
ছিনিয়ে নেয় জীবনের সুখ।

 মন কাঁদে মানুষের দুরবস্থা দেখে
 জাগ্রত হোক বিবেক মনুষ্যত্ব 
হিংস্রতার উদাহরণ মানুষের মধ্যে 
খুবলে খায় শরীর জানোয়ারের  মতো।

বদলে গেছে শ্রেষ্ঠ সৃষ্টির মানবের 
মতি গতি কপোট ক্ষুরধার মস্তিষ্ক
পাপ পুণ্য বোধের মানসিকতা হারিয়ে 
ধর্ম বিদ্বেষ হিংসার বলি মানবিকতায় ধিক।
✍️উমা মজুমদার 
11/5/25

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী