প্রকৃতির ক্রিয়াকলাপ
আমার কবিতা...
শিরোনাম...প্রকৃতির ক্রিয়াকলাপ
মানুষের সখের ঘরবাড়ি আজ
পরিত্যক্ত অবস্থায়
প্রকতির অস্বাভাবিক আচরণে
ছেড়ে যেতে বাধ্য হয়
যেখানে প্রকৃতি সৃষ্টিকূলের
প্রাণের ধারক
আবার সেখানেই হয়ে উঠে
ধংসের কারক
নগন্য মানুষ প্রকৃতির সামনে
বরাবর অসহায়
প্রকৃতির দাপটে মানুষেরা তাদের
হারায় আশ্রয়
সর্বগ্রাসী মানুষ প্রকৃতির অবদান
যায় ভুলে
সবুজ প্রকৃতির রূপ সৌন্দর্য্যকে
নিমেষে কেটে ফেলে
শহরের আনাচে কানাচে গড়েছে
অট্টালিকার পাহাড়
লক্ষ লক্ষ গাছ কেটে ভরে নিজের
ধনের ভান্ডার
শান্ত ধীর স্থির প্রকৃতির রুদ্রমূর্তির
অহংকারী মানুষ শিক্ষার অপব্যবহারের
মাশুল দিয়ে চলে
ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা সবে প্রকৃতির
বিনাশের ফলে।
✍️উমা মজুমদার
4/4/25
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন