বাবা মানে

বাবা মানে অন্তরে ছুঁয়ে যাওয়া এক 

অনুভূতির স্পর্শ

বাবা মানে এক সুখ অনুভূতি 

বাবা মানে সকল সময়ে সন্তানের 

পাশে থাকার এক দৃঢ় আশ্বাস 

বাবা মানে  বুকের ভিতরে স্নেহের সাগর 

বাবা মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জনের 

ত্যাগের প্রতীক 

বাবা মানে সন্তানদের নিরাপত্তার এক চাদর

বাবা মানে একটি ঠিকানা নির্ভরতার আকাশ 

বাবা মানে মাথার উপর একটি মজবুত খুঁটির ঘর

 সন্তানের প্রতি বাবার ভালোবাসার পরিমাপ করা যেমন অসম্ভব তেমনি সন্তানকে নিয়ে দেখা বাবার স্বপ্নের সীমা মাপা যায় না।

🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী