আপনঘর
শিরোনাম..আপনঘর
একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক অনেক বছর । অনেক গ্রুপ ছেড়ে নিজেই চলে এসেছি কিন্তু এই আপন গ্রুপ ছাড়ার কথা ভাবতে পারিনা। এটা যেন আমার খুব কাছের হয়ে উঠেছে,,ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন সবকিছুই মিলেমিশে থাকে
এখানে আসার কথা বলতে গেলে মনে পড়ে
একদিন বিচরণ করতে করতে হটাৎ Ekntoআপন গ্রুপ টা চোখে পরে ।দেখলাম চেনাশোনা বেশকিছু বন্ধু বান্ধব কে ভাবলাম আমিও জয়েন করি ,,জয়েন করে খুব আনন্দিত হোলাম ।
কেও এলো কেও গেলো এভাবেই একান্ত আপন নিজের স্বতঃস্ফূর্ত হয়ে মাথা উঁচু করে কাজ করে চলেছে।
ছোট ছোট আন্ন্দ খুশি সকলের সাথে ভাগাভাগি
করে নিতেই একান্ত আপন।
এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰
একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শুভকামনার ডালা
একান্ত আপন মনোরঞ্জন ,শিক্ষা, জ্ঞান সাহিত্য অর্জনের নতুন পাঠশালা ।💐💐💐
✍️উমা মজুমদার
১৯/২/২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন