ভালো থাকার মন্ত্র
নীরবে মুখ বুজে সয়ে গেলে সকলে
ভালোবসে কাছে টানে
ভালোটা করতে গেলেই মন্দটা জোটে
ভালো মানুষ আছে আর ক জনে
কানে তালা মুখে তালা সহজে
ভালো থাকে সকলের কাছে
পড়ে নেয় যদি কালো চশমা তবে
মন্দ হয়না অভিনয়টা অন্ধ সাজে
দিনকাল মোটেই ভালো নয় কিছু
বলতে গেলেই ফোঁস করে উঠে
অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই
প্রাণটা বেঘোরে যায় পথে ঘাটে
মন্দ কে ভালো ভালো কে মন্দ
চোখ বন্ধ করে শুধুই যাও দেখে
ভুলেও যদি মুখের উপর বলতে যায়
নেয়না মেনে উল্টো যায় বেঁকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন