এসো হে বৈশাখ
এসো হে বৈশাখ
চৈত্রের হচ্ছে সমাপন বৈশাখকে করি আবাহন
এসো হে বৈশাখ তোমার আজ সাদর নিমন্ত্রন
পুরাতনের যত আছে দুঃখ বেদনা ক্লেশ ভূলে
নূতনকে করি আমন্ত্রন গানের তালে তালে
সত্য মিথ্যা ভাল খারাপ সবই আছে জীবন ভরে
তবুও মোরা নতুনের দাঁড় খুলে দেখব জগৎ নয়ন ভরে
নববর্ষের প্রভাতে নূতন সূর্য্য উঠেছে পূব গগনে
আজ আনন্দ উল্লাসে প্রাণ নেচে উঠে পাখীদের গানে
আজ বাঁধবো মোরা সংকল্প নূতন বছরে
আসুক যত দুঃখ দৈন্য ছাড়বো না হাত একে অপরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন