নূতন সূর্যোদয়
কাল সকালে সূর্যোদয় দেখতে গেছিলাম ব্যাঙ্গালোরে নন্দী হিলসে ,,,,চোখ দুটো সার্থক হয়ে গেলো ,আর এক যেঅদ্ভূত অনুভূতির প্রকাশ হলো মনে ,সেটাই শেয়ার করলাম তোমাদের কাছে,,,,,,
-------------------
রাতের আ়়ঁধার পেরিয়ে
সাদা চাদরের আস্তরন খুলে দিয়ে
ঢডূঘীএকটু একটু করে মুচকি হেসে
বেরিয়ে আসলে লাল চাদর গায়ে রাজার বেশেস্ত এসে
ঔষধকাছ থেকে পেলাম তোমায় হাতের মুঠোয়
বন্দী করে নিলাম তোমায় চোখ দুটোয়
প্রিয় যদ এজ ভলাল দরবেশে সেজে উঠলো পূবের আকাশ
খুশীতে সবাই আত্মহারা এক অদ্ভুত অনুভূতির প্রকাশ
যেন এক নববধূর কপালে লাল টকটকে সিঁদুর
সোনালী আভায় ছড়িয়ে দিলে জগতে আলোর বিস্তার
আকাশের মাটিতে লুটিয়ে পড়ে মন
দিনের প্রথম আলো নূতন সূর্য নূতন প্রাণ
সোনালী অক্ষরে লেখা থাকবে তোমার নাম
কর জোড়ে করি তোমায় সহস্র কোটি প্রণাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন