বন্ধুত্বের পরিভাষা

"বন্ধুত্বের পরিভাষা"
বন্ধুত্ব সে যে জীবনে   না পাওয়া এক অমূল্য ধন
সুখ দুঃখের কথা সব বলতে পারে নিজের মন
বন্ধুত্ব সে যে  জীবনে চলার পথে পাশে থাকার নাম
বিশ্বাসঘাতকতা করে করো না বন্ধুত্বের বদনাম
বিপদ থেকে বিপদ মুক্ত করার নাম হলো বন্ধুত্ব
বন্ধুত্বের মাঝে থাকে না যে  কোন বাঁধা আর সর্ত
গরীব বড়লোক হয় না ভেদা ভেদ বন্ধুত্বের সাথে
পরিচয় পাওয়া যায় বন্ধুত্বের জীবনে চলার পথে
কে শত্রু কে মিত্র বন্ধুত্ব আজ মুখোশের আড়ালে
সুখ দুঃখে কাঁধে কাঁধ রেখে পারস্পরিক ভালোবাসায় বন্ধুত্ব
এগিয়ে চলে
সময়ের সাথে বন্ধুত্বের পরিভাষা বদলে  গেছে হয়েছে নূতন নামকরন
মিথ্যে বন্ধুত্বের খেলায় মেতে উঠেছে হারিয়ে যাচ্ছে বন্ধুত্বের বন্ধন
পছন্দ অপছন্দের বন্ধুত্বের বাজারে আজ নেই কোন  প্রত্যাশা
অতীতের স্মৃতি গুলো কেঁদে বেড়ায় আজ শুধু বন্ধুত্বে ব্যর্থ জীবন
ভালোই তো ছিলো  শৈশবে  সব কিছু ভুলে কেটে যেতো সারাক্ষন।







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ