ভূল
ভূল দুটি অক্ষরের মিলিত একটি প্রশ্নবোধক শব্দ
না জানে কত জীবন আজ হয়েছে এর কাছে জব্দ
তবুও মানুষ ভূল করে বার বার জীবনে চলার পথে
স্বপ্নের জাল বুনতে বুনতে ভূল হয়ে যায় নিজের হাতে
কেও বা করে না জেনে ভূল কেও করে জেনে শুনে
ভূল টা যে ভূলেই হয় আত্মগ্লানিতে ভোগে নিজের মনে
নিজের ভূলে পর্দা পড়ে অন্যের ভূলটা সদায় নজরে পড়ে
কোনটা সত্যি কোনটা মিথ্যে কে বলতে পারে এই সংসারে
মনের অন্ধকারকে সরিয়ে দিয়ে যে অন্যকে ক্ষমা করে
করুণা দয়া মায়ায় ভরিয়ে দেয় ইশ্বর তার হৃদয় অন্তরে
আকাশে মেঘ হলেই যে বৃষ্টি হবে সেটা একটা ভ্রান্ত ধারনা
ভূলের থেকে শিক্ষা পাওয়া জীবনে যোগায় নূতন প্রেরণা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন