সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

সময় হলো আমাদের জীবনের সাথে জড়িত।সত্যি কথা সময়ের সাথে চলাটাই  আমাদের জীবনের একমাত্র লক্ষ হ‌ওয়া উচিত। সময়টা ভীষন বলবান জিনিষ।এ জীবনে কেউ জিতবে, কেউ হারবে, কেউ হারিয়ে যাবে এটাই নিয়ম। কত মানুষের সাথে দেখা করার সাধ থাকে আমাদের কত জায়গায় যাওয়ার স্বপ্ন থাকে কত কথা বলার ইচ্ছা থাকে কিন্তু সব ইচ্ছা আর স্বপ্নকে আমরা বাক্সবন্দী করে রাখি। ভাবি সময় আছে তো একসময় করা যাবে। কিন্তু আসলে কি সময় আছে? সময় কোথায় থাকে? তার ঠিকানা কেউ কি জানি? সত্যি  জানি না।শুধু এই বলেই মনকে সান্তনা দিই  হয়তো এখন সময় হয়নি। অনেক সময়  সময়‌ও ধৈর্য্যের পরীক্ষা নেই।  কিছু কাজ কর্ম আছে যে গুলো সত্যি সময়ের উপরেই ছেড়ে দিতে হয়। যেমন আমাদের বড়দেরকে বলতে শুনেছি  কারো বিয়ের ব্যাপারে হোক বা   পড়াশুনা শিখেও হয়তো ভালো চাকুরী পাচ্ছেনা তখন  সবাইকে বলতে শুনি সময়টা এখন ভালো যাচ্ছেনা সময় হলে ঠিক হবে। সেই জিনিষটা আমাদের ও মনের ভিতর থাকে  আর এই বলেই সান্তনা দিই যে সময় দাও দেখবে হব ঠিক হয়ে যাবে। কিন্ত সময়‌ও অনেক সময় আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেয়। সময় তো কারো জন্য বসে থাকে না সে তো তার নিয়মে চলবে । তার চলার জন্য আমাদের সময়টাকে   লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।আবার সব কিছু সময়ের উপর ছেড়ে দিলেও খারাপ। তাতে হয়তো আমাদেরেই  চরম ক্ষতি হয়ে যাবে। তাই সময়কেও সময় দিতে হবে আর আমাদের ও চেষ্টা ও আত্মবিশ্বাস রেখে সময়ের সাথে চলতে হবে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ