বৈশাখের রূপের ছটা
একদিকে নূতন বছর বৈশাখীর উল্লাস
অন্যদিকে কালবৈশাখীর তান্ডবের নেই শেষ
গ্রীস্মের দাবদাহে চারিদিকে মচায় হাহাকার
সূর্য্যের প্রখর তাপে প্রকৃতির নেই পথ পালাবার
বৃষ্টিবিহীন বৈশাখীর দিন নেই স্বস্তি প্রকৃতি পুড়ছে তপ্ত হাওয়ায়
দর দর করে পড়ছে ঘাম একটু বাতাসে প্রান জুড়ায়
আকাশের কালো মেঘ স্বপ্ন দেখায় রিম ঝিম বৃষ্টি
সবার আহ্বানে নেমে আসে বর্ষা এক অপরূপ সৃষ্টি
তপ্ত প্রকৃতির বুকে জলতরঙ্গে সবুজ পাতা চোখ মেলে
তৃষ্ণার্ত পাখীরা সব মনের আনন্দে আকাশে ডানা মেলে
নীরব দুপুরযেনজেগে উঠে শীতল আবেশের পরশ পেয়ে
বৈশাখের এই রূপের ছটা বজায় থাকে সকলের হৃদয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন