মেঘ বৃষ্টির অভিমান

"মেঘ বৃষ্টির অভিমান"
আকাশটাআজ বড় মেঘলা
বৃষ্টি কেন হয়না এক  পশলা
বসে আছে  একফোঁটা বৃষ্টির জন্য
হলে পরে করতো   ধন্য ধন্য
আজ যে   দেখা নেই  বৃষ্টির কোথাও
মেঘ গুলো আকাশ থেকে  গেছে উধাও
পৃথিবীকে নিয়ে চলছে লড়াই দুজনের মধ্যে,
প্রকৃতির থেকে চলে যাবে ওরা অনেক উর্দ্ধে
মেঘ করছে আসবো  না বলে  বৃষ্টির সাথে বায়না
বৃষ্টি বলে গরমে মানুষ বেহাল তার কষ্ট দেখা যায়না
মেঘ বলে  ভেলা হয়ে করবো বিচরণ  আকাশের পথে
যাবো না আমি বৃষ্টি হয়ে  তোমার সাথে
ঘরে অফিসে  সব জায়গায় লাগাচ্ছে ঠান্ডার  মেশিন
বৃষ্টির অভাব হচ্ছে পূরণ দিন প্রতিদিন 
নেই যে আমাদের আর কোন  মানুষের  প্রয়োজন
শহরে গ্রামে কাটছে গাছ পালা পৃথিবীর লোকজন
পাখীরা হচ্ছে যাযাবর  মানুষ গড়ছে তাদের আশ্রয়স্থল
জলের কুমির ডাঙ্গায় ভাসছে নেই যে কোথাও একটু জল
জলের থেকে মানুষ বেশী নেই যে কোথাও মাথা গোঁজার ঠাঁই
আকাশছোঁয়া উঠছে মঞ্জিল ভরছে পুকুর বিল আর খাঁই
বিজ্ঞানের দৌলেতে  আজ মানুষ পেয়ে যায় কৃত্রিম বৃষ্টি
কোন একদিন হারিয়ে যাবে পৃথিবীর মাঝে প্রকৃতির এই
অপরূপ সৃষ্টি।














মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ