অভিমান


অভিমান গুলো বাঁসা বেঁধেছে  মনের ভিতরে
শব্দ গুলো হারিয়ে যাচ্ছে এক এক করে
অভিমানকে আঁকড়ে  বসে থাকে সবাই
নিজের ভেবে,
মান ,অভিমান,যন্ত্রনায়   ভুগে আপনি  স্বভাবে
তবুও  যে  বাঁচতে  চায় তারা একে অপরের
হাত ধরে,
ক্ষনিকে  হৃদয় থেকে বেদনার মেঘ গুলো 
যায় উড়ে
স্বপ্ন দেখে  ভালোবাসার  থাকবে যে একে
অপরের পাশে,
হায়রে অবুঝ মন   সে তো চলে তার অভিমানের
বশে।
অভিমানের কাছে  ভালো বাসা হেরে যায়,
মান অভিমানে হৃদয় যায় ভেঙ্গে ভালোবাসা
কেঁদে ভাসায়
মন বলে করো না অভিমান   থেকো না দূরে
ভালোবাসা যে যায় না ভুলা অভিমান  করে।
                                   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ