ব‌ই

ব‌ই আমাদের জ্ঞানের আঁধার ব‌ই  হলো মুক্ত খোলা
মনের আকাশ
ছোট থেকে বড় হোলাম ব‌ইয়ের   মাঝে খুঁজে পেলাম 
অতীতের যত ইতিহাস
একা মনের সাথি তুমি থাকো তুমি সবার হাতে
তোমায় নিয়ে ভূলে থাকে  হাসি কান্না সবেতে
কবি সাহিত্যিক লেখক তাঁরা লিখছে তাঁদের মনের ভাষা
ব‌ই থেকে হয় জ্ঞান অর্জন পথ দেখায়  নূতন এক দিশা
কবি গুরুর ভাষায়  ব‌ই হয়েছে অতীত আর  বর্তমানকে
বাঁচিয়ে রাখার এক সেতু
ব্যস্তময় এই জীবনে ছিন্ন হচ্ছে ব‌ইয়ের সাথে পাঠক পাঠিকার
সম্পর্কের এই সুতো
শরৎ ,আশা ,সনীল, তারাশঙ্কর  তাঁদের সাহিত্যিক উপান্যাসে
কত ভালোলাগা সেই চরিত্র
ছিলো যে এক  নিবিড় সম্পর্ক ব‌ইয়ের পাতায় পাতায়‌ যেন   এক
পরম মিত্র
কোথায় গেলো  সেই দিন যখন পড়ার ব‌ইয়ের মাঝেও লুকিয়ে
লুকিয়ে পড়া হতো শুকতারা আর  ঠাকুমার ঝুলি
আজ  আর কারো কাছে নেই সময় শুধু ব়ই গুলো পড়ে পড়ে জমছে ধুলি।




















মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ