জীবনের সার কথা

আছে যার কাড়ি কাড়ি
অন্যের ধনে হয় ধনী
দিনে আনে দিনে খায়
সেই  হয় বড়  গুণী

মানুষ ধর্ম বড়  ধর্ম
বইয়ের মাঝেই  সার
দয়া মায়া হিংসায় জ্বলছে
বিবেক বুদ্ধি  সব  অসার

গরিবের  দুমুঠো চাল জীর্ণ শীর্ণ কুটীর
শত কষ্টের মাঝেও তাদের মূখে হাসি
আছে ব্যাংক ভরা টাকা  বড়  গাড়ী বাড়ী
রং মেখে ঘুরছে নেই আনন্দ খুশী।








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ